অবশেষে বাংলাদেশে লঞ্চ হল রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। সোমবার ঢাকার তেজগাঁওতে রয়্যাল এনফিল্ডের ৪টি মডেল লঞ্চ হয়েছে। লঞ্চ নিয়ে বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। প্রথম দিন থেকেই মোটরসাইকেল বুক ক𝓰রতে শো রুমের সামনে দেখা গিয়েছে দীর্ঘ লাইন। তবে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বিক্রি হবে ভারতের প্রায় দ্বিগুণ দামে।
বাংলাদেশে মোটরসাইক🍸েল আমদানিতে ইঞ্জিনের ক্ষমতার ওপর বিধিনিষেধ জারি ছিল দীর্ঘদিন। সেদেশে ১৬৪ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোট✱রসাইকেল আমদানি নিষিদ্ধ ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে সেই বিধি শিথিল করে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দেয় তৎকালীন শেখ হাসিনা সরকার। তার পর থেকেই বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মোটরসাইকেলপ্রেমীরা। সোমবার শেষ হল সেই অপেক্ষা।
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের দাম শুরু হচ্ছে ৩ লক্ষ ৪০ হাজার টাকা থেকে। যা ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকার সমান। এই দামে পাওয়া যাবে রয়্যাল এনফিল্ড হান্টার মডেলটি। ক্লাসিক ৩৫০ পাওয়া যাবে ৪ লক্ষ ৫ হাজার বাংলাদেশি টাকায়। বুলেট ৩৫০ পাওয়া যাবে ৪ লক্ষ ১০ হাজার টাকায় ও মেটিওর ৩৫০ ꧂পাওয়া যাবে ৪ লক্ষ ৩৫ হাজার টাকায়। যা ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৫ হাজার টাকার সমান। কলকাতা মেটিওর ৩৫০ এর দাম ২ লক্ষ ৩০ হাজার টাকা ও হান্টার ৩৫০র দাম ১ লক্ষ ৭০ হাজার টাকা। অর্থা🧸ৎ ভারতীয় মুদ্রার হিসাবেও দামে প্রায় ৭০ হাজার টাকা ফারাক রয়েছে সীমান্তের ওপারে।