ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই শাসকদল তৃণমূল কংগ্রেসে রাজ্যের প্রাক্তন মন্💜ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের ওজন যে ফের বাড়তে চলেছে, এমন একটা ইঙ্গিত রাজনৈতিক মহলের নানা বিশ্লেষণে উঠে এসেছে। আর সেই প্রেক্ষাপটেই এবার শোনা যাচ্ছে, হারানো মন্ত্রিত্ব এখনই ফিরে না পেলেও হারানো নিরাপত্তা🌞বলয় শীঘ্রই ফেরত পেতে চলেছেন জ্যোতিপ্রিয় ওরফে বালু।
সূত্রের দাবি, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত জ্যোতিপ্রিয় যেমন 'জেড' ক্যাটেগরির নিরাপত্তা পেতেন, ফের একবার সেই নিরাপত্তাই তাঁকে দেওয়া হবে। খুব সম্ভবত, আগামী কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হ𝔉বে।
সূত্রের দাবি, বিষয়টি নিয়ে সোমবারই 'ডিরেক্টরেট অফ সিকিউরিটি' কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বালুর। উল্লেখ্য, জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত জ্যোতিপ্রিয়কে 'ওয়াই টি' (ওয়াই ক্যাটেগরি থ্রেট) নিরাপত্তা দেওয়া হয়। যে কারণে সর্বক্ষণ তাঁর বাড়িতে পুলিশ পাহℱারা থাকে। এবার সেই নিরাপত্তা বাড়িয়ে আবারও আগের স্তরে নিয়ে যাওয়া হবে বলে দাবি সূত্রের।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হতে হয়েছিল বালুকে। তারপর প্রায় ১৪ মাস হাজতবাস করতে হয়েছে তাঁকে। শেষমেশ গত ১৫ জানুয়ারি জামিনে মুক্তি পান রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। দুর্নীতিতে নাম জড়িয়ে মন্ত্রিত্ব খোয়ালেও বালু এখনও যে তাঁ দলনেত্রীর আস্থাভাজন, সেই ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। সম্প্রতি দলীয় বৈঠকে সেই ইঙ্গিত মমতা বন্দ্যোপাꦺধ্যায় নিজেই দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে জ্যোতিপ্রিয়র পাশেই রয়েছেন।
অন্যদিকে, জেলমুক্তির পর জ্যোতিপ্রিয় যে অনেকটাই সংযত, সেকথা তাঁকে যাঁরা 🧔কাছ থেকে চেনেন, তাঁরাই বলছেন। কিন্তু, সংযত হলেও দলীয় সংগঠন নিয়ে বালু ক্রমশ সক্রিয় হচ্ছেন। ইতিমধ্যেই নিজের বিধানসভা এলাকা - হাবড়়ায় ঘুরে গিয়েছেন তিনি। সেখানকার পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এমনকী, নতুন পার্টি অফিসের উ𝐆দ্বোধনও করেছেন।
অন্যদিকে, বালুকে নিয়ে তাঁর দলীয় সতীর্থ ও অনুগা🐻মীদের মধ্যেও উৎসাহের খামতি নেই। তাঁরা 'দাদা'র ফিরে আসার আনন্দে এলাকায় চার-চারটে পিকনিক পর্যন্ত করে ফেলেছেন।♕ সেইসব পিকনিকে বালুও যোগ দেন।
এসব দেখেই সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, বালুর ꦉএই মাঠে ফেরা এমনি এমনি নয়। ছাব্বিশের নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে বালু যে বিরাট অস্ত্র, তা তৃণমূল শীর্ষ নেতৃত্ব বিলক্ষণ জানে। আর, জানে বলেই ফের একবার বালুকে ঘিরে উদ্দীপনা শুরু হয়েছে। হয়তো সেই কারণেই বালুকে তাঁর আগের সুরক্ষাবলয়ও ফিরিয়ে দেওয়া হচ্ছে।