ঝালদার পর সাগরদিঘি, কংগ্রেস নেতাকে গ্রেফতার করে ফের আদালতের প্রশ্নের মুখে পুলিশ। সাগরদিঘির কংগ্রেস নেতা সইদুল রহমানের গ্রেফতারিতে কংগ্রেসের দায়ের করা মামলায় বিচারপতি রাজশেখর মান্থার প্রশ্নের মুখে পড়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। আদালতের নির্দেশ, ওই মামল൩ার কেস ডায়েরি নিয়ে মঙ্গলবার দুপুর ২টোর মধ্যে হাজির হতে হবে সাগরদিঘি থানার ওসিকে।
এদিন আদালতে কংগ্রেসের আইনজীবী কৌস্তুভ বাগ♎চী বলেন, সাগরদিঘিতে দলের তরফে ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন সইদুল রহমান। ভোটের মুখে রাজনৈতিক উদ্দেশে ১৫ বছরের পুরনো ঘটনায় তাঁকে গ্রেফতার করা হ🅷য়েছে। পুলিশকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো যাবে না।
এর পর বিচারপতি সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, ১৫ বছর আগের ঘটনায় হঠাৎ কেন ভোটের মুখে অভিযোগ গ্রহণ করা হল? অভিযুক্তকে গ্রেফতার করার আগে কি কোনও রকম প্রাথমিক তদন্ত হয়েছে? আমি পুললিশকে শেষ সুযোগ দিচ্ছি। আগামীকাল বেলা ১টোর মধ্যে সাগরদিঘি থানার ওসিকে কেস ডায়েরি নিয়ে আদালতে হাজির𒁃া দিতে হবে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সহবাসের অভিযোগে শনিবার সাগরদিঘির কংগ্রেস নেতা সইদুল রহমানকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সেখানে অভিষেক 💃বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ছিল। সইদুল রহমানের গ্রেফতারিতে সাগরদিঘিতে ভোটের মুখে ব্যাপক উত্তেজনা ꧒ছড়িয়েছে। ধৃত নেতার মুক্তির দাবিতে সাগরদিঘি থানা গ্রেফতার করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।