রেশন দুর্নীতির তদন্তে আদালতে রিপোর্ট দিয়ে তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানের নামে বিস্ফোরক দাবি করল ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, এক প্রভাবশালী বিধায়ককে খুশি করতে তাঁকে দামি গাড়ি উপহার দিয়েছিল শেখ শাহজাহান। তবে সেই গাড়ি নিজের টাকায় বা নিজের নামে কেনেনি সে। বিএন বোস নামে এক ব্যক্তির নামে গাড়িটি কেনা হয়। গাড়িটি কেনা হয় ওই ব্যক্তির টাকাতেই। শুধু ওই বিধায়ক নন, বিভিন্ন নেতাদের দামি উপহার দিয়ে✨ তাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায় করতেন শাহজাহান।
আরও পড়ুন - প্রাথমিক দুর্নীতির ৩০ কোটি টাকা ঢুকেছে প্রভাবশালীর কোম্পা✅নিতে♕, আদালতকে জানাল CBI
পড়তে থাকুন - ‘সন্দেশখালির কালি মুছতে….’ ছবি♑ পো🌸স্ট করে তৃণমূলকে পালটা আক্রমণ মালব্যর
চার্জশিটে ইডি আরও জানিয়েছে, মাছ চাষ ও ইটভাটার ব্যবসার নামে কালো টাকা সাদা করেছে শাহজাহান। এই ২ ব্যবসাতেই কত মাছ ধরা পড়ল বা ইট তৈরি হল তা সরকারের হিসাব রাখার কোনও উপায় নেই। সেই সুযোগে নিজের ঘনিষ্ঠদের ব্যবসায়ী বলে দেখিয়ে তাদের কাছে মাছ বিক্রির নামে কালো টাকা পাঠাত শাহজা♒হান। সেই টাকা আর সাদা হয়ে ফিরে আসত শাহজাহানেরই কাছে। ইটভাটাকে ব্যবহার করেও একই কাজ করতেন তিনি।
ইডির তদন্তকারীরা জানিয়েছেন, শাহজাহানের কাছ থেকেಞ উপহার নিয়ে তার বেআইনি কারবারে আর নাক গলাতেন না নেতা - মন্ত্রীরা। উলটে সেখানে বিনিয়োগ করতেন তাঁরা। এভাবেই এলাকায় সমান্তরাল ব্যবস্থা চালু কর𓄧েছিল শাহজাহান।
আরও পড়ুন - ফ্যাসিবাদের চরম𒆙, রাজভবনে ঢুকতে বাধা পেয়ে বললেন শুভেন্দু, স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট꧅ তলব রাজ্যপালের
আদালতে ইডি জানিয়েছে, এখনও পর্যন্ত শাহজাহানের ২৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।বাজেয়াপ্ত হয়েছে ৩টি গাড়ি। তবে এই সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে ꧂করছে তারা। শাহজাহান ও তার ভাই আলমগির গ্রেফতার হলেও আরেক ভাই শেখ সিরা🏅জ ওরফে সিরাজ ডাক্তার এখনও ফেরার। তার বিরুদ্ধেও রয়েছে জমি দখল, হুমকি, মারধরের ভুরি ভুরি অভিযোগ।