বড়দিনে জাঁকিয়ে ঠান্ডা ছিল না। সেই আক্ষেপ মিটতে চলেছে রাজ্যবাসীর। বছরের শেষ সপ্তাহান্তে ধুন্ধুমার ব্যাটিংয়ের পথে শীত। আগামীকাল থেকেই কলকাতা-সহ সারা রাজ্যে নামবে পারদ। সপ্তাহান্তে থাকবে কনকনে ঠান্ডা।উত্তর-পশ্চিমের শীতল হাওয়া এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে গতকাল সন্ধ্যা থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সকালেও কলকাতা, দুই পরগনা, নদিয়ায় হালকা বর্ষণ হয়েছে। তার জেরে এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা তিন ডিগ্রি কমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।পাশাপাশি, সকাল থেকেই ঘন কুয়াশায় মোড়া ছিল কলকাতা। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দুপুর-বিকেল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। ক্রমশ পরিষ্কার হবে আকাশ। আগামীকাল থেকেই জাঁকিয়ে শীত পড়বে। তা সোমবার পর্যন্ত থাকবে। মঙ্গল-বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে বড়দিনের মতো বর্ষবরণেও জাঁকিয়ে শীতের আমেজ থেকে বঞ্চিত হতে পারে রাজ্যবাসী।