আবাস প্রকল্পে রাজ্যের বিরুদ্ধে বড়সড় দুর্নীতি হয়েছে বলে দাবি জানিয়ে কেন্দ্রের কাছে ইডিকে দিয়ে তদন্ত করানোর দাবি তুলল রাজ্য বিজেপি। এই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে হয়েছে এই দুর্নীতি।গত ২৯ অক্টোবর শেষ হয়েছে আবাস যোজনার সমীক্ষা। ৩০ অক্টোবর এক বৈঠকে সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন রাজ্যের মুখ্যসচিব ও পঞ্চায়েত মন্ত্রী। জগন্নাথবাবুর দাবি, সেই রিপোর্টে জানানো হয়েছে রাজ্যে আবাস যোজনার ২২.৭৬ শতাংশ আবেদন বাতিল হয়েছে। মোট ১৮ লক্ষ ৩৬ হাজার বাড়িতে সমীক্ষা হয়েছিল। তার মধ্যে ৪ লক্ষ ১৮ হাজার আবেদন বাতিল করা হয়েছে। তিনি জানান, কেন্দ্রের হিসাব অনুসারে রাজ্যে এখনও ৪৫ লক্ষ বাড়ি বানাতে হবে। অর্থাৎ সমস্ত বাড়িতে সমীক্ষা হলে ১০ লক্ষ ২৪ হাজার আবেদন বাতিল হত। অর্থাৎ সমীক্ষা না করে বাড়ির টাকা দিয়ে দেওয়া হলে ১২ হাজার ৩০০ কোটি টাকা অকারণ খরচ হত।তিনি আরও বলেন, ২০১৬ – ২২ সাল পর্যন্ত ৪৫ লক্ষ ৭০ হাজার বাড়ি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে রাজ্য সরকার ৩৪ লক্ষ ১৯ হাজার বাড়ি বানিয়েছে। ২২.৭৬ শতাংশ অযোগ্য ধরলে সেই তালিকায় ৭ লক্ষ ৭৮ হাজার অযোগ্য রয়েছে প্রাপক রয়েছেন। যাদের জন্য ৯ হাজার ৪০০ কোটি বাজে খরচ হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের। এর মধ্যে কেন্দ্রের অপব্যায় হয়েছে ৫.৫ হাজার কোটি টাকা।তিনি বলেন, আমরা এই দুর্নীতির ইডি তদন্ত চাই। যে সব আধিকারিক বা রাজনৈতিক নেতা এই দুর্নীতিতে যুক্ত তাদের শাস্তি দিতে হবে। সেই দাবিতে আমরা কেন্দ্রকে চিঠি দেব।