🥀 রাজভবনের ভিতরে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর তৃণমূল নেতাদের মন্তব্য নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মামলায় দুপক্ষকেই সংযত হওয়ার পরামর্শ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। বৃহস্পতিবার রাজ্যপালের দায়ের করা মামলায় বিচারপতির মন্তব্য, এই ধরণের বিবাদ জনসামক্ষে না আসাই ভালো। এগুলো চায়ে পে চর্চায় নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত।
আরও পড়ুন - 🦩বেল্ট দিয়ে মারধর ওসির, গায়ে দেওয়া হয় মোমবাতির ছ্যাঁকা, গুরুতর অভিযোগ AIDSO-র
পড়তে থাকুন - 💜'স্কুলে ঝাঁট দিতে হয় পড়ুয়াদেরই', ‘তৃণমূল নেতা’ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
ꦆগত বছর ২ মে রাজভবনের এক অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের ভিতরে নিজের চেম্বারে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের বিভিন্ন নেতারা মন্তব্য করেন, মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। এই মন্তব্যে তাঁর সম্মানহানি হয়েছে বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও বলেন, রাজ্য - রাজ্যপাল সংঘাত কারও জন্যই ভালো নয়। রাজ্য - রাজ্যপালের বিবাদ প্রকাশ্যে আসা উচিত নয়। এই সংঘাত চায়ে পে চর্চায় শেষ হতে পারে। একথা শুনে অভিযুক্তদের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, গোটা বিষয়টি মিটমাট করে নিতে রাজ্যপাল যদি চায়ের আসরে আমন্ত্রণ জানান তাতে আমাদের আপত্তি নেই। মামলার পরবর্তী শুনানি ১৯ এপ্রিল।
আরও পড়ুন - 𝔉ভোটমুখী বাংলায় বিজেপির রাশ থাকছে শাহের হাতেই? চলতি মাসেই আসতে পারেন বঙ্গ সফরে!
♌পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে তুমুল বিবাদে জড়ান রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত বছর ২ মে সন্ধ্যায় বিধানসভা ভোটের প্রচারে রাজভবনে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক কয়েক ঘণ্টা আগে রাজভবনের ভিতরে পুলিশ ফাঁড়িতে এক রাজভবনেরই এক মহিলা অস্থায়ী কর্মী অভিযোগ করেন, রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন।