আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েলের গ্রেফতারির দাবি তুলে কলকাতা পুলিশেরই তলব পেলেন তৃণꩲমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। লালবাজার সূত্রে খবর, রবিবার বিকেল ৪টেয় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। শনিবার গভীর রাতে কোন তথ্যের ভিত্তিতে তিনি RG কর কাণ্ডে কলকাতার নগরপালের গ্রেফতারি দাবি করছেন তা তাঁর কাছে জানতে চাইতে পারে পুলিশ। তবে পুলিশের কোনও চিঠি তিনি এখনও পাননি বলে জানিয়েছেন সংসদ।
আরও পড়ুন - মহিলাদের নাইট ডিউটি না দেওয়ার চেষ্টা করুন,𒅌 RG করে🦄র ঘটনার পরে একগুচ্ছ পরামর্শ
পড়তে থাকুন - ‘এত ইস্যু হল’, চাপে পড়ে মমতার নির্দেশে ৪২ ডাক্তা𒁃রের বদলির নির্দেশ বাতিল রাজ্যের
সূত্রের খবর, শনিবার রাতের পোস্টের জন্য সুখেন্দুশেখরকে লালবাজারে তলব করা হয়েছে। এই ধরণের পোস্ট প্ররোচনামূলক বলে মনে করছেন লালবাজারের পুলিশ আধিকারিকরা। শনিবার রাতে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সুখেন্দুশেখর লেখে💦ন, ‘সিবিআইয়ের স্বচ্ছভাবে তদন্ত করা উচিত। আত্মহত্যার গল্প কেন ভাসানো হয়েছিল জানতে প্রাক্তন অধ্যক্ষ ও কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত দরকারি। কেন ঘরের দেওয়াল ভাঙা হল? সন্দীপ রায় কাদের ছত্রছায়ায় এত প্রভাবশালী হয়ে উঠল? কেন ঘটনার ৩ দিন পর সেখানে স্নিফার ডগ নিয়ে যাওয়া হল, এরকম শতধাকি প্রশ্ন রয়েছে। তাদের মুখ খুলতে দিন।’
বলে রাখি, এর আগে গত বুধবার রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থ🐽ন জানান সুখেন্দুশেখরবাবু। এমনকী সেই কর্মসূচিতে তিনি যোগদান করবেন বলেও জানিয়েছিলেন। পরে অবশ্য দলের নির্দ🍃েশে সেখানে জাননি তিনি।
আরও পড়ুন - মহিলাকে নগ্ন করে দৌড় করান๊োর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, নন্দীগ্রাম যাচ্ছে তৃণমূল
সুখেন্দুশেখরকে লালবাজারের তলব নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘উনি যেটা বলেছেন সেটা মানুষের মনের কথা। আমরাও একথা বলেছি। কেন মহিলা চিকিৎসকের মৃত্যুকে আত্মহত্যা বললেন অধ্যক্ষ সন্দীপ সেন? আর সেজন্য কেন তাঁকে কলকাতা পুলিশ গ্রেফতার করল না? এই ২ প্রশ্নের জবাব প্রকাশ্যে আসা দরকার। এরা ২ জনে পরিকল্পনা করে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। দল হিসাবে ♒নয়, কিন্তু মানুষ হিসাবে সুখেন্দুশেখরবাবুর পাশে থাকব।’