অসুস্থতার জেরে বাইপাসের পাশে হাসপাতালে ভর্তি জেলবন্দি রা𒁃জ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার তাঁর জামিন সংক্রান্ত মামলায় আদালতে একথা জানান জ্যোতিপ্রিয়র আইℱনজীবী। এদিনও জ্যোতিপ্রিয়র জামিনের আবেদনের শুনানি স্থগিত হয়ে গিয়েছে।
আরও পড়ুন - জেনারেটার🐬ে চুল জড়িয়ে ভয়াবহ মৃত্যু গৃহবধূর, জ🐷গদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় যা ঘটল
পড়তে থাকুন - ছাত্রীদের মোবাইলে অশালীন মেসেজ, কুপ্রস্তাব, খারাপꦐভাবে স্পর্শ👍, কাঠগড়ায় শিক্ষক
জামিনের জন্য আদালতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন জ্য𝓰োতিপ্রিয়র আইনজীবীরা। পালটা জামিন রুখতে আইনি পদ অবলম্বন করছে সিবিআই ও ইডি। এরই মধ্যে গত মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েন জ্যোত🅘িপ্রিয়। অবস্থার অবনতি হওয়ায় জেলের হাসতাপাতালের চিকিৎসকের সুপারিশে তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতে এমনটাই জানিয়েছেন ♉জ্যোতিপ্রিয়ꦑর আইনজীবী।
বুধবার সিবিআইয়ের বিশেষ আদালতে সিবিআইয়ের করা মামলায় জ্যোতিপ্রিয়র জামিনের শুনানি ছিল। সেই মামলার শুনানি তাঁরা ইডির বিশেষ আদালতে করাতে চান বলে জানান সিবিআইয়ের আইনজীবী। এর জেরে বুধবার জ্যোতিপ্রিয়র জামিনের আবেদনের শুনানি স্থগিত হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার EDর আদালতে ছিল জ্যোতিপ্রিয়র জামিনের মামলার শুনানি। সেখানে ইডির তদন্তকারীরা জামিনের বিরোধিতা করে একটি রিপোর্ট পেশ করেন। এর পর জ্যোতিপ্রিয়র আইনজীবী বলেন, রিপোর্ট পড়ার জন্য তাদের সময় দেওয়া হোক। এর জেরে⛎ বৃহস্পতিবারের শুনানিও স্থগিত হয়ে যায়। ২০ নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন - প্রিজন ভ্যানে ওঠার আ𒀰গে ‘ফ্লাইং কিস’ ছুঁড়ল সঞ্জয়, বেপরোয়া আরজি কর কাণ্ডের সিভিক
রেশন দুর্নীতিতে গ্রেফতারির পর দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয়। শেষে কলকাতা হাইকোর্ট তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তাঁকে ফের জেলে ফেরত পাঠানো হয়। ফের একবার জ্যোতিপ্রিয়র অসুস্থতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। জামিনের মামলার শুনানি নিয়ে তোড়জোড় শুরু হতেই তাꦍঁর অসুস্থতায় উদ্বিগ্ন অনেকে।