ভোটকুশলী প্রশান্ত কিশোর কলকাতায় এসেছেন।🌸 আর সামনে লোকসভা নির্বাচন। যা নিয়ে তামাম বিরোধীরা একছাতার তলায় এসে তৈরি করেছেন ইন্ডিয়া জোট। আর এই কাজে নাকি সহায়তার দায়িত্ব পালন করছে না আইপ্যাক বলে খবর। যদিও ২০২৬ সাল পর্যন্ত আইপ্যাক সংস্থার সঙ্গে তৃণমূল কংগ্রেসের চুক্তি রয়েছে। লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে তাঁদের ‘কাজ নেই’ এখন। এমনই খবর বাজারে রটেছে। মতপার্থক্যের জেরে দলের উপর তলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পেশাদার এই সংস্থার শীর্ষ কর্তারা আপাতত অপেক্ষা করছেন পরবর্তী নির্দেশের জন্য। তবে প্রশান্ত কিশোরের সঙ্গে এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে কিনা সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কেউ মুখ খোলেননি।
সদ্য নবীন–প্রবীণ নিয়ে দলের অন্দরে একটা ভাগ হয়েছে। পরে তা মিটে গেলেও এই লোকসভা নির্বাচনে আইপ্যাক কতটা কাজ করবে তা নিয়ে এবাꦰর সন্দেহ দেখা দিয়েছে। একুশের নির্বাচনে এই সংস্থাকে কাজে লাগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে সাফল্যও মিলেছিল। তবে দলের অন্দরে নবীন–প্রবীণ দ্বন্দ্বে সংগঠনের রাশ হাতে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং লোকসভা নির্বাচন পরিচালনায় তাঁর ভূমিকাই প্রধান ও শেষ, এই বার্তাও সামনে আসছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘এখন দলীয় নেতাদের সাংগঠনিক কাজের প্রয়োজনীয় দায়িত্ব দিয়েছেন তৃণমূলনেত্রী। তাই পরামর্শদাতার কাজে তেমন নেই।’
এদিকে দু’দিন আগে দলের এক্স হ্যান্ডেলের প্রোফাইল পিকচার বদলানো হয়েছে। সেখানে মমতা–অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনের ছবিই রয়েছে। এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটু পিছিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এভাবেই ছবিটি দেওয়া হয়েছে। আবার সদ্🐷য জেলা স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই বৈঠকে ‘আইপ্যাক’–এর প্রতিনিধি উপস্থিত থাকলেও কোনও মতামত দেননি। আইপ্যাক এখন দলের ডিজিটাল প্রচারটুকুই দেখছে। তবে এই সংস্থার পক্ষ থেকে সেভাবে কেউ মুখ খুলতে চাননি। যেটুকু জানা যাচ্ছে, অভিষেকের নির্দেশ এলেই কাজ শুরু হবে। মোটামুটি সব তৈরিই আছে। নির্দ🤡েশ পেলে সেটা কার্যকর করতে এক সপ্তাহ সময় লাগবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ব🧜িভাগীয় প্র🌳ধানদের কড়া নির্দেশ মুখ্যসচিবের, তলব তৃণমূল জমানায় নিয়োগের তথ্য
অন্যদিকে পুরসভা নির্বাচনের সময়ও আইপ্যাকের সঙ্গে গোলমাল বেঁধেছিল। একটা প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছিল। পরে সেটা সরিয়ে আর একটা প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বলা হয় টেকনিক্যাল ফেলিওর। তারপর সব মিটে যায়। কিন্তু এখন আবার ঠাণ্ডা লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছে। তবে এটার শেষ কেমন করে হবে সেটাই এখন দেখার। একেবারে নীচুতলা থেকে প্রচারে অংশ নিয়ে দলের রাজ্য, জেলা এবং ব্লক স্তরকে সাজিয়ে দিয়েছিল আইপ꧃্যাক। একদিন আগেই অবশ্য জেলাস্তরে ব্লক সভাপতি দের বদল করা হয়েছে। এখন কার্যত নিস্তেজ হয়ে আছে আইপ্যাক।