'মিশন ২০২১'-তে ব্যাপক সাফল্য এসেছে। এবার লক্ষ্য𝔍 ২০২৪ সাল। সেদিকে তাকিয়ে প্রত্যাশিত মতোই সর্বভারতীয় স♔্তরে গা-হাত-পা ঝেড়ে উঠে প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। প্রথম ঘুঁটি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হল।
05 Jun 2021, 04:50 PM IST
একমাসের মধ্যে জেলাস্তরে তৃণমূল সংগঠনে রদবদল : পার্থ
পার্থ চট্টোপাধ্যায় : একജমাসের মধ্যে জেলাস্তরে তৃণমূলের সংগঠনে রদবদল। পর্যালোচনা করে 🍸রিপোর্ট জমা পড়বে।
05 Jun 2021, 04:35 PM IST
চারজন রাজ্য সম্পাদক তৃণমূলের : সুব্রত বক্সি
সুব্রত বক্সি : আশিষ চক্꧃রবর্তী, অসীম মাজি, বেচারাম মান্না এবং প্রদ্যুৎ ঘোষ হয়েছেন রাজ্য সম্পাদক।
05 Jun 2021, 04:32 PM IST
মন্ত্রী বা বিধায়ক বা জেলা সভাপতি - যে কোনও একটি পদে : মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় : মন্ত্রী বা জেলা সভাপতি - যে কোনও একটি পদে থাকতে হবে। মানুষের কাজে গিয়ে কাজ ক💧রুন। সামনে কোটাল আছে, সেদিকে নজর দিতে হবে।
05 Jun 2021, 04:30 PM IST
দলবদলুদের বিষয়ে কোনও আলোচনা হয়নি, চূড়ান্ত সিদ্ধান্ত মমতার : পার্থ
পার্থ♊ চট্টোপাধ্যায় : দলবদলুদের বিষয়ে কোনও আলোচনা করা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপা♕ধ্যায়।
05 Jun 2021, 04:28 PM IST
বাংলার বাইরে তৃণমূলের বিস্তারের জন্য কাজ করা হবে : পার্থ
পার্থ চট্টোপাধ্যায় : বাংলার বাইরে তৃণমূলের বিস্তারের জন্য কাজ করা হবে। সাংসদরা কাজ চালিয়🍌ে যাবেন।
05 Jun 2021, 04:27 PM IST
মমতা বলেন, আমার দলটাই সবচেয়ে প্রিয়, দলীয় কর্মী হিসেবে ধন্য : পার্থ
পার্থ চট্টোপাধ্যায় : মমতা বলেন, 🥂আমার দলটাই সবচেয়ে প্রিয়। দলীয় কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করছি।
সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী হলেন দোলা : পার্থ
পার্থ চট্টোপাধ্যায় : সর্বভারত♏ীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী হলেন দোলা সেন। ♛রাজ্যে শ্রমিক সংগঠনের সভাপতি হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য মহিলা তৃণমূলের সভাপতি হলেন কাকলি ঘোষ দস্তিদার। বঙ্গজননীর সভানেত্রী হলেন মালা রায়।
05 Jun 2021, 04:22 PM IST
সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক, 'এক ব্যক্তি, এক পদ' হবে : পার্থ
পার্থ চট্টোপাধ্যায় : মমতা বন্দ্যোপাধ্যায় 'এক ব্যক্তি, এক পদ'-এর প্রস্তাব উত্থাপন তুলেছিলেন। তা পাশ হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যা🎶য়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। (সুব্রত বক্সির জায়গায় দায়িত্বে 🔥অভিষেক)।
05 Jun 2021, 04:16 PM IST
তৃণমূলে ‘এক ব্যক্তি, এক পদ’ : মমতা
তৃণমূল সূত্রে খবর, দলে🐼 ‘এক ব🎶্যক্তি, এক পদ’ থাকবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
05 Jun 2021, 04:15 PM IST
সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার নির্দেশ মমতার : সূত্র
তৃণমূল সূত্রে খবর, সোꩵশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার নির্দেশ 💟দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলটো-পালটা মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ মমতার।
05 Jun 2021, 04:14 PM IST
রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হচ্ছেন কুণাল ঘোষ : সূত্র
তৃ💯ণমূল সূত্রে খবর, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হচ্ছেন কুণাল ঘোষ।
05 Jun 2021, 04:10 PM IST
দলবদলুদের ভাগ্য এখনও ঝুলে রইল, তৃণমূলের বৈঠকের পর জানালেন কাকলি
কাকলি ঘ🌼োষ দস্তিদার : দলবদলুদের নি𒁃য়ে কোনও আলোচনা হয়নি। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
05 Jun 2021, 04:08 PM IST
স্বচ্ছতার সঙ্গে সরকারি প্রকল্পের বাস্তবায়ন করতে হবে, জানিয়েছেন মমতা
তৃণমূল সূত্রে খবর, মমতা সাফ জানিয়েছেন, দুয়ারে ত্রাণে যেন দুর্নীতির অভিযোগ না ওঠে। দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোনও অভিযো♛গ উঠলে ♎কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে সরকারি প্রকল্পের বাস্তবায়নের নির্দেশ দেন মমতা।
05 Jun 2021, 04:07 PM IST
দলের নির্দেশ মতো কাজ করার আপ্রাণ চেষ্টা করব : কাকলি
কাকলি ঘোষ দস্তিদার : দলের নির্দেশ মতো কাজ করার আপ্রাণ চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় যে𒅌ভাবে কাজ করেন, সেই উন্নয়ন প্রত্যেক মহিলার কাছে পৌঁছে দেব।
05 Jun 2021, 04:02 PM IST
বৈঠক শেষ তৃণমূলের, বেরিয়ে যাচ্ছেন মমতা
বৈঠক শেষ তৃণমূলের। বেরিয়ে যাচ্ছেন তৃণমূꦆল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
05 Jun 2021, 04:01 PM IST
৯ জেলার সভাপতি পদে বদল মমতার, উত্তরবঙ্গে বাড়তি জোর : সূত্র
তৃণ📖মূল সূত্র খবর, ন'টি জেলার সভাপꦬতি পরিবর্তন করা হচ্ছে। বড়সড় রদবদল হচ্ছে।
05 Jun 2021, 03:59 PM IST
সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভানেত্রী হলেন কাকলি ঘোষ দস্তিদার
তৃণমূল সূত্র খবর, তৃণমূলের সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল। সর্বভারতীয় মহিলা তৃণমূ🦩লের সভানেত্রী হলেন কাকলি ঘোষ দস্তিদার। আগেও তিনি সেই পদে ছিলেন। কিষান স🍎ংগঠনের রাজ্য সভাপতি হলেন পূর্ণেন্দু বসু।
05 Jun 2021, 03:58 PM IST
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক, যুব সভানেত্রী হচ্ছেন সায়নী ঘোষ
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক, যুব সভানেত্রী হচ্ছেন সায়নী ঘোষ – আরও পড়ুন।
05 Jun 2021, 03:57 PM IST
কথায় কথায় লাল বাতির গাড়ি নয়, রাখতে হবে স্বচ্ছ ভাবমূর্তি : মমতা
তৃণমূল সূত্রে খবর, ওয়ার্কিং কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে। কথায় কথায় লাল বাতির গাড়ি ব্যবহার করা যাবে না। মন্ত্রীদের লাল 𝐆বাতি ব্যবহার নয়। কয়লা, বালি পাচারের মতো বিষয়ে যেন কারও নাꦯম জড়িযে যায়।
05 Jun 2021, 03:53 PM IST
জাতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক : সূত্র
তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাতীয় তৃণমূ🍃ল কংগ্রেসে🔯র সাধারণ সম্পাদক পদে আনা হচ্ছে।
05 Jun 2021, 03:52 PM IST
উত্তরবঙ্গে বিশেষ নজর তৃণমূলের : সূত্র
তৃণমূল সূত্রে খবর, দলের সংগঠনকে জোরদার করতে একাধিক অংশে ভাগ করা হচ্ছে। উত্তরবঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। 🌜সেখানে ২০১৯ এবং ২০২১ সালে ফল ভালো না হওয়ায় বিশেষ নজর।
05 Jun 2021, 03:49 PM IST
সর্বভারতীয় স্তরে পদ পাচ্ছেন অভিষেক, যুব তৃণমূলের মুখ সম্ভবত সায়নী
তৃণমূল সূত্রে খবর, সর্বভারতীয় তৃণমূল ⭕কংগ্রেসে গুরুত্ব বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যুব তৃণমূলের সভাপতি পদে নয়া মুখ আসতে চলেছে। সম্ভবত সায়নী ঘোষকে আনা হচ্ছে।
05 Jun 2021, 03:28 PM IST
তৃণমূলের বৈঠকে ২০২৪ সালের লোকসভা ভোটের রুটম্যাপ তৈরি করা হতে পারে : সূত্র
সূত্রের খবর, দু'দফার সেই বৈঠকে ২০২৪ সালের লোকসভা ভোটের রুটম্যাপ তৈরি করা হতে পারে। বিশেষত এবার বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পাওয়ার পর মমতাকেই নরেন্দ্র মোদী-বিরোধী মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে আরও প্রাসঙ্গিক করে তোলার জন্য একাধিক সিদ্ধান্ত নিতে পারেন মমতারা। কীভাবে বাংলার গণ্ডি ছাড়িয়ে অন্যান্য রাজ্যেও সংগঠন ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে পারেন তৃণমূলের প্রথমসারির নেতারা। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু ⛎করা হতে পারে। যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরে মুখ করারও কানাঘুষো শোনা যাচ্ছে।
05 Jun 2021, 03:08 PM IST
নয়া আঙ্গিকে তৃণমূলের বৈঠক
করোনাভাইরাসের জেরে এমনিতেই এবার নয়া আঙ্গিকে তৃণমূলের বৈঠক হতে চলেছে। প্রথমে দুপুর দুটো থেকে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক আছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার🧜্থ চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষনেতারা হাজির থাকবেন। সেই বৈঠকের পর দুপুর তিনটে থেকে বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। সেখানে রাজ্যের সব জেল𒁃ার সভাপতি, রাজ্যসভা-লোকসভার সাংসদ, বিধায়ক, মন্ত্রী, পুরসভার চেয়ারম্যানদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, করোনা পরিস্থিতির দূরের জেলার প্রতিনিধিদের সশরীরে হাজির থাকতে বারণ করেছে তৃণমূল। শুধু দুই ২৪ পরগনা এবং হাওড়ার প্রতিনিধিদের আসতে বলা হয়েছে। তবে যে সব এলাকা ঘূর্ণিঝড় ইয়াস এলং ভরা কোটালের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিদের তৃণমূল ভবনে না আসার নির্দেশ গিয়েছে।
05 Jun 2021, 03:06 PM IST
তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছেন মমতা, শুরু ওয়ার্কিং কমিটির বৈঠক
তৃণমূল কংগ্রেস ভবনে পৌঁছে গিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যা🧜য় এবং যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে ওয়ার্কিং কমিটির বৈঠক। তাতে ১৮ জন সদস্য আছেন।