বোলপুরের লোকপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় এক তৃণমূল কর্মী ও তাঁর ২ ছেলেকে দোষী সাব্যস্ত করল বিশেষ NIA আদালত। NIA আদালতের বিচারক শুভেন্দু সাহা তৃণমূলকর্মী বাবলু মণ্ডল ও তাঁর ২ ছেলেকে দোষꦑী সাব্যস্ত করেছেন। ঘটনার প্রায় পাঁচ বছর ৪ মᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাস পর এই মামলায় সাজা শোনাল আদালত।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুরের গাংপুর গ্রামে বাবলু মণ্ডল নামে এক তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ হয়। সেই ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তে নেমে বাবলু ঘোষ ও তাঁর ২ ছেলেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁরা জামিন পেয়ে যান। এরই মধ্যে ঘটনার তদন্তভার নেয় NIA. তদন্তে নেমে ফের বাবলু মণ্ডলকে গ্রেফতার করে তারা। ২০২২ সালের সেপ্টেম্বরে এই মামলায় চার্জশিট দেয় তারা। ৫০ পাতার চার্জশিটে জানানো হয়, পঞ্চায়েত ও লোকসভা ভোটে এলাকায় সন্ত্রাস ছড়াতে বাবলু মণ্ডলের সহমতিতেই বাড়িতে বোমা মজুত করেছিল তার ২ ছেলে মৃত্যুঞ্ꦛজয় ও নিরঞ্জন।
দীর্ঘ শুনান🐲ির পর বৃহস্পতিবার এই মামলায় বাবলু মণ্ডলকে বিস্ফোরক আইনের ৩ ও ৫ নম্বর ধারায় দোষী সাব্যস্ত করে NIA আদালত। সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছে তাঁর ২ ছেলে༒ও। তবে বাবলু মণ্ডলের ২ ছেলে পলাতক। শুক্রবার এই মামলার সাজা শোনাবে আদালত।