🉐 বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীসহ ৪ বিজেপি সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রাজ্যপালকে চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার চিঠিতে রাজ্যপালকে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। ওদিকে রাজ্য সভাপতি হিসাবে বিদায়বেলায় শুভেন্দুর হয়ে সুকান্তর এই চিঠির নানা তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
পড়তে থাকুন - 💟২৮ হাজার টাকার শপিং করেন বান্ধবী, তাই নিয়ে বচসার সময়ই চলে গুলি ICর রিভলভার থেকে
আরও পড়ুন - 🅷টাকা দিয়ে সম্মান পেয়েছে রাজ্য, দাবি করায় হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ
༒রাজ্যপালকে দেওয়া চিঠিতে সুকান্তবাবু লিখেছেন, ‘অধিবেশনের শালীনতা বজায় রাখা দরকার বলে আমি মনে করি। কিন্তু এটা উদ্বেগের যে যে বিধায়করা বাংলার মানুষের কথা তুলে ধরেন তাঁদেরই বারবার সাসপেন্ড করেন স্পিকার। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পরামর্শ দিতে আপনাকে অনুরোধ করছি। বিরোধী দলনেতাসহ বাকিদের উপর থেকে দ্রুত সাসপেনশন প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানাচ্ছি।’
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚসোমবার রাজ্য বিধানসভায় রাজ্যে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর ওপর চরমপন্থী ইসলামিদের বিধিনিষেধ আরোপ নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনতে চায় বিজেপি। অভিযোগ সেই প্রস্তাব পাঠও করতে দেওয়া হয়নি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। এর প্রতিবাদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারীসহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। অভিযোগ, তখন নিজের হাতে থাকা কাগজ স্পিকারের উদ্দেশে ছুড়ে মারেন শুভেন্দুবাবু। এর পর শুভেন্দু অধিকারীসহ ৪ বিজেপি বিধায়ককে ১ মাসের জন্য সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন - ♓মমতার ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্য নিয়ে নালিশ জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর
𒁃কিন্তু শুভেন্দুর হয়ে সুকান্তর এই চিঠির নানা তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নতুন রাজ্য বিজেপি সভাপতি ঘোষণা হওয়া এখন সময়ের অপেক্ষা। আর সূত্রের খবর এবার রাজ্য বিজেপি সভাপতি হতে পারেন শুভেন্দু অধিকারী বা তাঁর শিবিরের কেউ। তাই কি বিদায়বেলায় সখ্যের বার্তা দিতে শুভেন্দুবাবুর সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রাজ্যপালকে চিঠি দিলেন সুকান্ত?