বিদ্যাসাগর সেতু রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তার জন্য আবারও বন্ধ থাকছে গুরুত্বপূর্ণ এই সেতু। এর আগেও দফা𒁃য়-দফায় আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে দ্বিতীয় হুগলি ব্রিজ তথা বিদ্যাসাগর সেতু। এবারও সংস্কারের জন্য এই সেতু বন্ধ রাখা হচ্ছে। আগামী শনিবার কয়েক ঘণ্টা ধরে এই সেতু পুরোপুরিভাবে বন্ধ থাকবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ এবং হুগলি রিভার ব্রিজ কর্পোরেশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
আরও পড়ুন: টানা সাত মাস বন্ধ থাকবে বিদ্যাস��♑াগর সেতু, কাজ শুরুর বিজ্ঞপ্তি জারি
বিজ্ঞপ্তি অ🦋নুযায়ী, শনিবার রাত ১টা থেকে ৩টে পর্যন্ত সম্পূর্ণভাবে এই সেতু বন্ধ রাখা হবে। এই সেতুর উভয় দিকেই এই সময়ে যান চলাচল করবে না। তার পরিবর্তে ওই নির্দিষ্ট সময়ে গাড়ি অন্যদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে বিদ্যাসাগর সেতুগামী সমস্ত গাড়ি এবং মোটরবাইক হেস্টিংস মোড়, জেএন আইল্যান্ড এবং খিদিরপুর মোড় হয়ে রেড রোড, স্ট্যান্ড রোড হয়ে হাওড়া সেতুতে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশি সংখ্যায় পুলিশ মোতায়ন করা হবে।
উল্লেখ্য, বিদ্যাসাগর সেতুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কেবল। এই সেতুতে মোট ৩২টি কেবল রয়েছে। এগুলি শুধু বিদ্যাসাগর সেতুর ভারসাম্য রক্ষা করে না, দুপাশের স্তম্ভের সঙ্গে বিদ্যাসাগর সেতুকে জুড়ে রেখেছে এই কেবল। সেতুর আমূল সংস্কারের পাশাপাশি গত বছরের ডিসেম্বর মাস থেকেই কেবল বদলানোর কাজ চলছে। তারপর থেকেই দফায় দফায় বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু। হাওড়ামুখী লেনের🐠 কেবল বদলের কাজ চলছে। এই কাজ ৮ মাস ধরে চলবে। এই কারণে আপাতত ৮ মাস ওই সেতুর উপর দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ছোট গাড়ি এবং বাসের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ১৬ টি কেবল বদলানো হবে। এর জন্য ধাপে ধাপে ১৫ বার বিদ্যাসাগর সেতুতে গাড়ি চলাচল বন্ধ রেখে সেই কাজ করা হবে। তার দ্বিতীয় ধাপ হিসেবে শনিবার গভীর রাতে কেবল বদলের জন্য বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। তবে পণ্যবাহী গাড়ি যেভা൩বে নিবেদিতা সেতু হয়ে যাতায়াত করছে সে রকমই চলাচল করবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।