কালীপুজোর জন্য গতকাল, ৩১ অক্টোবর কলকাতায় ব্যাঙ্ক বন্ধ ছিল। তবে আজ, ১ নভেম্বরও কি ব্যাঙ্ক বন্ধ কলকাতা সহ বাংলায়? না। আরবিআই-এর তালিকা অনুযায়ী, আজ কলকাতা সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ নয়। তবে আগরতলা সহ ত্রিপুরায় আজ দিওয়ালি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। এছাড়া বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, দেরাদূন, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, রায়পুর, শিলং, শ্রীনগরে আজ ব্যাঙ্ক ছুটি। তবে দিল্লিতে আজ ব্যাঙ্ক খোলা। এদিকে এরপর ২ নভেম্বর অবশ্য দেশের বহু জায়গায় খোলা থাকবে ব্যাঙ্ক। সেদিন কলকাতাতেও ব্যাঙ্ক খোলা। ৩ নভেম্বর রবিবার অবশ্য ব্যাঙ্ক ছুটি। তবে ২ তারিখ দিওয়ালির জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদূন, গ্যাংটক, জয়পুর, কাপুর, লখনউ, মুম্বই, নাগপুরে। (আরও পড়ুন: ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট কাটার নিয়ম বদল আজ থেকে,♏ আর আগে🐻ই যাঁরা কেটেছিলেন...)