❀ রেশন দুর্নীতি মামলায় ইডির ডাক পেয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী ৫ জুন লোকসভা নির্বাচনের ঠিক পরদিন বেলা ১১টার মধ্যে বিধাননগরের CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। একথা জানিয়ে বুধবার রাতে ঋতুপর্ণাকে পাঠানো হয়েছে ই-মেইল। ইডির সূত্রে এই খবর প্রকাশ্যে এলেও তলবের ব্যাপারে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে দাবি করলেন ঋতুপর্ণা। তিনি জানিয়েছেন, তলব করা হলে আমি আইনজীবীর সঙ্গে কথা বলে হাজিরা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব।
আরও পড়ুন - ꩲমহিলাদের ফোন নম্বর জোগাড় করতে সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করাচ্ছেন TMC নেতারা
পড়তে থাকুন - 🌸পিসি- ভাইপো যার বাড়িতেই লুকিয়ে থাকুক, সওকতকে চুলের মুঠি ধরে জেলে ভরা উচিত CBIএর: শুভেন্দু অধিকারী
🉐বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে রয়েছেন ঋতুপর্ণা। বৃহস্পতিবার যখন তাঁকে তলবের খবর প্রকাশ্যে আসে তখন সেখানে গভীর রাত্রি। অনেক চেষ্টায় ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ করতে পারেন সাংবাদিকরা। ইডির তলবের খবর শুনে ফোনের ওপারে আকাশ থেকে পড়েন তিনি।
🌜তিনি বলেন, ‘আমাকে ইডি তলব করেছে বলে জানি না। আমার কাছে কোনও চিঠি আসেনি। কলকাতার বাড়িতেও কোনও চিঠি পৌঁছেছে বলে জানি না। তবে সত্যিই তলব করা হয়ে থাকলে আইনজীবীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’
🦩ঋতুপর্ণা বলেন, ‘রেশন দুর্নীতি কী তাই আমি জানি না। তবে কয়েকটি অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা হয়েছে, এই টুকুই। কয়েক দিন পরেই আমার নতুন ছবি মুক্তি পাবে। তার আগে আমাকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। ষড়যন্ত্র করে আমার সম্মানহানির চেষ্টা করছে কেউ বা কারা।’
൩ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতির কিছু তথ্য যাচাই করতে ঋতুপর্ণাকে তলব করা হয়েছে। তবে দুর্নীতির সঙ্গে অভিনেত্রীর সরাসরি কোনও যোগ রয়েছে বলে এখনও জানা যায়নি। বলে রাখি, রোজভ্যালি কেলেঙ্কারিতে ২০১৯ সালের জুলাই মাসে ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। ফের একবার দুর্নীতির তদন্তে উঠে এল তাঁর নাম।
আরও পড়ুন - ♋বিরাট ভূমিকম্প আসবে, ৪ জুনের পর সব পরিবারবাদী পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে: নরেন্দ্র মোদী
𓄧রেশন দুর্নীতি মামলায় গত বছর অক্টোবরে রাজ্যের তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। এর পর বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য ও সন্দেশখালির তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানকে গ্রেফতার করে ইডি।