আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সরব গোটা বাংলা। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অন্দরে তরুণী চিকিৎসকের মৃত্যুতে ধর্ষণ ও খুনের অভিযোগ নিয়ে চলছে তদন্ত। এদিকে এই ভয়াবহ মৃত্যু নিয়ে বিচারের আশায় আজও পথে নেমেছেন মানুষ। দোষীদের শাস্তির দাবিতে যখন গোটা বাংল🌊া সোচ্চার, তখনই যাদবপুরে আরজি কর আন্দোলন থেকে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান শোনা গিয়েছে বলে দাবি করা হয়। এরপরই সেই স্লোগান নিয়ে এক পোস্টে পাল্টা প্রশ্ন করেন তৃণমূলের কুণাল ঘোষ।
এক পোস্টে কুণাল ঘোষ যাদবপুরে আরজি কর কাণ্ডের প্রতিবাদস্থলে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান নিয়ে প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের প্রশ্ন,'আর জি করে ন্যায়বিচারের আন্দোলনে 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান! যাদবপুরে এরা কারা?এদের উদ্দেশ্য কী?' এখানেই শেষ নয়। এরই সঙ্গে কুণাল ঘোষ আরও একাধিক বক্তব্য রেখেছেন। জুনিয়র ডাক্তারদের কথা উল্লেখ করে তাঁর প্রশ্ন,' জুনিয়র ডাক্তাররা কি 'আজাদ কাশ্মীরের' বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না?' উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কুণাল ঘোষের এই ধারাল꧟ো খোঁচার পাশাপাশি পোস্টে ছিল আরও বেশ কয়েকটি বার্তা। কুণাল ঘোষ সেখানে লেখেন,' তিলোত্তমা ন্যায়বিচার পাক। আমরা সবাই চাই। কিন্তু লাল মুখ আর মু🌼খোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক।'
( Suvendu on RG Kar: ‘এক ঘরে অত্যাচার, অন্য ঘরে দেহ রেখেছে, CCTV ফুটে♓জ নষ্ট করেছে’, RG Kar কাণ্ডে বিস্ফোরক দাবি শুভেন্দুর)