কিছুদি♊ন আগেই মহিলাদের প্রতি মাসে ঋতুস্রাব চলাকালীন একদিন করে ছুটি দেওয়ার কথা ঘোষণা করে নজর কেড়েছিল ওড়িশা সরকার। এবার অফিসে বসে সন্তানকে স্তন্যপান করানোর জন্য আলাদা কেবিন তৈরি করার কথা ঘোষণা করে আরও একবার প্রশংস▨া কুড়িয়ে নিল বিজেপি সরকার।
গত শুক্রবার একটি চিঠিতে বিভাগের সচিব, পরিচালক এবং♉ জেলা কালেক্টরদের সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস এবং সর্বজনীন স্থানে মাতৃদুগ্ধ পান করান⛎োর জন্য আলাদা কেবিন স্থাপনের নির্দেশ দিয়েছে তারা।
মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগ কর্তৃক এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো, বাড়ির বাইরে নিশ্চিন্তে সন্তানকে স্তন্যপান করানো। স্তন্যদানকারী মায়েরা যাতে একটি আরামদায়ক এবং পরিষ্কার স্থানে তাঁদের শিশুদের বুকের দুধ খাওয়াতে পারেন, সেই দিকে কড়া নজর দেওয়♌ার 🐓কথা বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
(আরও পড়ুন: শিক্ষক দিবসে কিছু উপহার দিতে চান? রইল একটি💦 তালিকা, বেছে🥂 নিতে পারেন এখান থেকে)
অফিﷺসে স্তন্যপান করানোর কেবিন স্থাপনের ব্যাপারটি দেখাশোনা করবেন সচিব এবং পরিচালকরা। অন্যদিকে পাবলিক প্লেস এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে আলাদা কেবিন স্থাপন নিশ্চিত করবেন জেলা কালেক্টরꦺরা।
বাংলার পড়শি রাজ্যের সরকারের এই অভিনব পদক্ষেপের প্রশংসা করেছেন প্রত্যেক কর্মজীবী নারী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জন্মের পর ৬ মাস পর্যন্ত শিশুর মায়ের দুধ খাওয়া আবশ্যক। কিন𓆉্তু অনেক সময় শিশুর জন্মের পরেই মাকে কর্মক্ষেত্রে যোগদান করতে হয়, শিশুরা মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত থাকে যা তাদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে পরবর্তী সময়ে।
সরকারের এই অভিনব উদ্যোগ নেওয়ার ফলে একদিকে যেমন সন্তান সঠিক সময় মাতৃদুগ্ধ পান করতে পারবে তেমন অন্যদিকে মায়েরাও সন্তানদের দুগ্ধ পান করিয়ে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ𓆉 থাকবেন। কর্মক্ষেত্রে এবং পাবলিক প্লেসে শিশুদের দুগ্ধ পান করানো যে ভীষণ সাধারন একটি ব্যাপার, তা আরও একবার বুঝিয়ে দেওয়া হল এই অভিনব পদক্ষেপের মাধ্যমে।
(আরও পড়ুন: এবার ব্যাঙ্কে জয়েন্টꦯ অ্যাকাউন্ট খুলতে পারবেন সমকামীরাও, নমিনি হতে পারে পার্টনার)
প্রসঙ্গত, স্তন্যপান করানোর জন্য এই কেবিন স্থাপন বিজেপি সরকারের বৃহত্তর মহিলা কল্যাণ নীতির একটি অংশ। এই নীতিরই একটি অংশ হিসাবে সম্প্রতি মহিলা কর্মচা🔯রীদের ঋতুস্রাব কালীন একদিন ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আগামী ১৭ সেপ্টেম্বর ওড়িশা রাজ্যের মহিলাদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার জন্য ‘সুভদ্রা যোজনা’ চালু করা হবে।