পড়ল সোনার দাম। তবে তা সামান্যই। কিছুটা কমেছে রুপোর দরও।মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৪১,২৮০ টাকা। এদিন তা ১৬০ টাকা কমেছে। ১০ গ্রাম গয়না সোনার দাম কিছুটা পড়লেও তা ৩৯,০০০ টাকার ঘরেই রয়েছে।বুধবার ১০ গ্রাম গয়না সোনার দাম পড়বে ৩৯,০১৫ টাকা। মঙ্গলবারের তুলনায় ১৫০ টাকা দাম কমেছে ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার। ফলে খুব একটা স্বস্তির হাঁফ ফেলতে পারছেন না ক্রেতারা।রুপোর দামও কমেছে যৎসামান্য। মঙ্গলবারের তুলনায় এদিন রুপোর বাট ও খুচরো রুপো দুটিরই দাম কেজিপ্রতি কমেছে ১০০ টাকা। বুধবার কলকাতায় জিএসটি ছাড়া সোনা ও রুপোর দাম কত থাকবে, তা একনজরে দেখে নেওয়া যাক –• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪১,১২০ টাকা।• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৩৯,০১৫ টাকা।• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম) -৩৯,৬০০ টাকা।• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৬,৩০০ টাকা।• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৬,৪০০ টাকা।