আগেই ঘোষণা করা হয়েছিল, প্রতি রবিবার বেঙ্গালুরুতে সম্পূর্ণ লকডাউন হবে। কিন্তু করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় আজ, শনিবার রাত আটটা থেকে আগামী সোমবার ভোর পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হল। বেঙ্গালুরু এবং পার্শ্ববর্তী এলাকায় এই লকডাউন কার্যকরী হবে বলে জানিয়েছে বেঙ্গালুরু পৌরনিগম।পুর কমিশনার অনিল কুমার জানিয়েছেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নির্দেশেই এই ৩৩ ঘণ্টার সম্পূর্ণ লককডাউন ঘোষণা করা হয়েছে। ওই সময়ের মধ্যে মাংসের দোকান-সহ কয়েকটি জরুরি পণ্যের দোকান খোলা থাকবে। অকারণে বাইরে ঘুরলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পৌরনিগমের কমিশনার।এমনিতেই কর্নাটকের মধ্যে বেঙ্গালুরু পৌরনিগমের আওতায় করোনার প্রকোপ সবথেকে বেশি। পুরো রাজ্যে যেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৫,৩২১, সেখানে বেঙ্গালুরু পৌরনিগমের আওতাভুক্ত এলাকা থেকে ৬,১৭৯ জন সংক্রমিতের হদিশ মিলেছে। বেঙ্গালুরু পৌরনিগম থেকে রাজ্যের প্রায় ৫০ শতাংশের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কর্নাটকে মৃত্যু হয়েছে মোট ১৭২ জনের, সেখানে বেঙ্গালুরুতেই ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বেঙ্গালুরুতে আপাতত মাত্র ৪৩৩ জন সেরে উঠেছেন।