আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। মঙ্গলবার এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিটি (CCPA)।এ দিন কমিটির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, ২৯ জানুয়ারি থেকে ৮ এপ্রিলের মধ্যে দুই অর্ধ্বে সংসদের বাজেট অধিবেশন আয়োজিত হবে। ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। আবার ৮ মার্চ শুরু হয়ে ৮ এপ্রিল শেষ হবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।২৯ জানুয়ারি, শুক্রবার বাজেট অধিবেশনের প্রথম দিন সংসদের দুই কক্ষের উপস্থিতিতে উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা হতে পারে কেন্দ্রীয় বাজেট। এমনই জানা গিয়েছে CCPA প্রস্তাবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাজেট অধিবেশন চলাকালীন সমস্ত কোভিড সংক্রান্ত শর্তাবলী মানা হবে। CCPA-র দেওয়া প্রস্তাবের উপরে ভিত্তি করে সংসদে বাজেট অধিবেশন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা।