আর্জি জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমতো 'জনতা কার্ফু'-র বিকেলে নিশ্চয়ই হাততালি দিয়েছেন🥃! তাতে কিন্তু করোনাভাইরাস মরবে না। অত্যন্ত এমনটাই বলছে কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
আরও পড়ুন : Janata Curfew: ধর্🧔মতলা-সায়েন্স সিটি-সেক্টর ফাইভ, 'জনতা কার্ফু'-তে স্বত𓆏ঃস্ফূর্ত সাড়া কলকাতার
গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে 'জনতা কার্ফু'-র বিকেলে হাততালি দেওয়া, কাঁসর-ঘণ্টা-থালা বাজানোর আর্জি জানিয়েছিলেন মোদী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়𒅌া ও হোয়্যাটসঅ্যাপে একটি মেসেজ ছড়িয়ে পড়ে। তাতে দাবি করা হয়, 'জনতা কার্ফু'-র দিন হাততালি দিলে যে কম্পন তৈরি হবে, তার ফলে করোনার বিনাশ হবে। কেউ কেউ তা আবার বিশ্বা🧸সও করেছেন। কিন্তু পিআইবির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এই দাবির কোনও সারবত্তা নেই।
আরও পড়ুন : জরুরি পরিষেবায় নিযুক্ত স𒉰কলকে হাততা♊লি দিয়ে কুর্নিশ জানালেন দেব-শুভশ্রীরা
রবিবার পিআইবির তথ্য যাচাইকারী টুইটার হ্যান্ডেল @PIBFactCheck থেকে বলা হয়, 'না! সবাই একসঙ্গে হাততালি দিলে করোনাভাইরাস ধ্বংস হবে না। যাঁরা করোনাভাইরাসের মোকাবিলায় নিঃস্বার্থভাবে জরুরি পরিষেবার কাজ করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ বিকেল পাঁচটার সময় জনতা কার্ফুর হাতত🧸ালির উদ্যোগ নেওয়া হয়েছে।'