পর পর দুই দিন দেশের বাজারে সোনার দাম বিশেষ না উঠলেও শীর্ষ স্তরে লাভ দেখা দিল। বুধবার এমসিএক্স সূচক অনুযায়ী জুন গোল্ড ফিউচারের দরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৬,১০০ টাকা। মঙ্গলবার ০.২৫% পড়েছিল সোনার দাম।এর পাশাপাশি, এ দিন রুপোর দাম কিন্তু চড়েছে। এমসিএক্স সূচক অনুযায়ী মে ফিউচারের দর হিসেবে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪১,৯৫১ টাকা, অর্থাৎ গতদিনের চেয়ে ০.৫৭% বৃদ্ধি।আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দামে চড়াই-উতরাই দেখা যায়নি। স্পট গোল্ড-এর দর এ দিন মাত্র ০.১% বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ১,৭০৮.৫৩ ডলার। পাশাপাশি, পতন দেখা দিয়েছে রুপোর দামে। এ দিন আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ০.৩% পড়ার ফলে আউন্সপ্রতি ১৫.১৫ ডলার কমেছে।তরোনা সংকটের মোকাবিলায় বুধবার সংস্কারমূলক নীতি ঘোষণা করতে চলেছে আমেরিকার ফেডেরাল রিজার্ভ। এ দিনই সংকট থেকে বেরোনোর উদ্দেশে বৈঠকে বসতে চলেছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক।এর আগে করোনা সংকটের জেরে আইএণএফ আর্থিক ভাটার পূর্বাভাস করলে বিশ্বজুড়ে নানান সংক্রারমূলক ইতিবাচক পদক্ষেপ করে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি।