ব্যাংকিং পরিষেবা গ্রাহকদের জন্য আরও সোজা করার দিকে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার থেকে যেকোনও পরিমাণ National Electronic Funds Transfer (NEFT) - এর মাধ্যমে পাঠাতে পারবেন গ্রাহকরা। এই মর্মে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে আরবিআই। এর আগে শুধু কাজের দিনে সকাল আটটা থেকে সন্ধ্যে ৬.৩০ টা অবধি এই পরিষেবা চালু ছিল। এর ফলে যেকোনও সময়ে গ্রাহকরা টাকা পাঠাতে পারবেন। এমনকী ছুটির দিনেও নেফট করা যাবে। আগে নেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটি বড় সমস্যা ছিল যে নেফট খুব সীমিত সময় চলত। কিন্তু এখন সেই সময় ও দিনের সীমাবদ্ধতা চলে গেল। শীর্ষ ব্যাংক জানিয়েছে এই প্রক্রিয়া চালু হওয়ার পর বিশ্বের হাতে গোনা দেশের মধ্যে এসে গেল ভারত যেখানে যেকোনও সময় টাকা হাতবদল করা যাবে স্বয়ংক্রিয় ভাবে। এর আগে আইএমপিএস পরিষেবায় ২৪ ঘণ্টা ধরে টাকা পাঠানো গেলেও সেখানে দুই লাখের ঊর্ধ্বসীমা ছিল। আরবিআই জানিয়েছে সোমবার রাত বারোটার থেকে সকাল আটটার মধ্যেই ১১.৪ লক্ষ মানুষ NEFT ব্যবহার করেছেন টাকা পাঠানোর জন্য।