🌼ভারতের পর এবার পাকিস্তানে ব্যান হল টিকটক। তবে ভারতে যেখানে নি🔯রাপত্তাজনিত কারণে নিষিদ্ধ হয় এই চিনা অ্যাপ, অনৈতিক ও অশ্লীল কনটেন্ট সেন্সর করতে পারেনি, এই অপরাধে পড়শি দেশে পাততাড়ি গোটাতে হবে টিকটককে।
পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি⛄ (পিটিএ) জানিয়েছে যে সারা দেশ থেকে টিকটকের বিরুদ্ধে অভিযোগ আসছে যে অ্যাপে নানান অশ্লীল ও অনৈতিক কন্টেন্ট আছে। সেই কারণে এটিকে ব্লক করা হচ্ছে।
তবে ভবিষ্যতে যদি টিকটক এই সব কন্টেন্ট বন্ধ করতে সক্ষম হয়, তাহলে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পিটিএ। প♕াকিস্তানে ফেসবুক ও হোয়𝕴াটসঅ্যাপের পর এটি সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। প্রায় চার কোটি বার এটি ডাউনলোড হয়েছে এটি। স্বভাবতই টিকটকারদের মন খারাপ।
বেনজির ভুট্টোর মেয়ে বখতওয়ার ভুট্টো জারদারি বলেছেন যে ইমরান খানের ইমেজ রক্ষা করতেই এই সিদ্ধান্ত। ক꧋িন্তু মানুষ বদল চাইছে ♈বলে তিনি দাবি করেন।