খেলা ছেড়েছেন অনেকদিন। তাও কোথাও গেলেই এখনও মুহূর্তে মবড হয়ে যান মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। কিন্তু তাঁর জীবনের কোনও বিশেষ ঝুঁকি নেই বলেই এখন মনে করছে মহারাষ্ট্র সরকার।তাই ভারতরত্ন সচিন যে X ক্যাটেগরির নিরাপত্তা পেতেন, সেটা প্রত্যাহার করা হল। অন্যদিকে নিরাপত্তা বাড়ানো হল বিধায়ক ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরের। শুধু সচিন ও আদিত্য নয়, মোট ৯০ জনের নিরাপত্তা ব্যবস্থার রিভিউ করে কমিটি। তাদের সুপারিশ মোতাবেকই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে বাইরে কোথাও গেলে সচিনকে পুলিশ এসকর্ট দেওয়া হবে বলে জানিয়েছে মহা সরকার। এর আগে আদিত্যর Y নিরাপত্তা বলয় ছিল। এবার সেটিকে বৃদ্ধি করে Z ক্যাটেগরি করা হয়েছে। অজিত ও শরদ পাওয়ার আগের মতোই Z ক্যাটেগরি নিরাপত্তা পাবেন। এবার Z ক্যাটেগরি পাবেন আন্না হাজারে। অন্যদিকেপ্রাক্তন বিজেপি মন্ত্রীদের নিরাপত্তাও ধীরে ধীরে কমিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।