আমেরিকায় Covid-19 এ মৃতের হার ১১,০০০ ছাড়ালে মারণজীবাণু সংক্রমণের দায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কাঁধে চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার ট্রাম্প টুইট করেন, ‘সমস্যা বাড়িয়েছে হু। কোনও কারণে আমেরিকার বিপুল অর্থে চলা সত্ত্বেও বড়ই চিন-ঘেঁষা এই সংস্থা। আমরা এবার বিষয়টি ভালো করে দেখব। ভাগ্যিস তাদের পরামর্শ শুনে চিনের জন্য আমাদের সীমান্ত উন্মুক্ত রাখিনি। ওরা কেন আমাদের এমন ভুল প্রস্তাব দিয়েছিল?’ WHO এর প্রতি মার্কিন প্রেসিডেন্টের এই হঠাৎ রাগের কারণ বোঝা যাচ্ছে না বিশেষ করে যখন বিশ্বময় ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ বাগে আনতে সম্মিলিত প্রয়াস গড়ে তুলতে উদ্যোগী হয়েছে এই সংস্থা।মহামারী রুখতে বহু দেরিতে পদক্ষেপ করার জন্য ইতিমধ্যেই নিজের দেশে কড়া সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। যদিও গত জানুয়ারি মাসে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ মেমোতে এই বিষয়ে আগেই সতর্ক করেছিলেন আমেরিকার অন্যতম শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা পিটার নাভারো।