ꦦ আমেরিকার ২৫ শতাংশ স্টার্ট-আপের পরিচালনার দায়িত্বে আছেন ভারতীয় বংশোদ্ভূতরা। এমনই দাবি করলেন ভারতের♕ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ইন্ড▨িয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকরিং কাচ্চিপুরমের দশম সমাবর্তনের অনুষ্ঠানে সীতারামন দাবি করেন, বিশ্বের সেরা সংস্থাগুলির গুরুত্বপূর্ণ পদে এমন সব ব্যক্তি বসে আছেন, যাঁরা ভারতীয় উচ্চশিক্ষার ফসল। তাঁরা ভারতে উচ্চশিক্ষা সম্পন্ন করে বিশ্বের সেইসব সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন (গুগলের সিইও সুন্দর পিচাই ইন্ড𝓰িয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি খড়্গপুর থেকে পড়াশোনা করেছিলেন)।
সীতারামন আরও দাবি করেন, লিঙ্গ বা বর্ণের নির্বিশেষে প্রত্যেক যুবক-যুবতীকে সমান সুযোগ প্রদানের ফলে ৬৫ শতাংশ যুবপ্রজন্মের সকলেই ভারতের আর্থিক বৃদ্ধিতে (জিডিপি) অবদান রাখতে পারবেন। চিনের থেকে ভারতের কর্মজাবী জনসংখ্যা অনেক বেশি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বলেন, 'এটায় প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং সেই ধারা বজায় রাখার গুরুত্বের বিষয়টি আরও স্পষ্ট করে দিয়েছে♔।'