ব্যাঙ্কিং সেক্টরে চাকরিতে যাঁদের আগ্রহ রয়েছে, তাঁদের জন্য কয়েকদিন আগেই বড় সুযোগ নিয়ে এসেছে এসবিআই💮। এসবিআই-এর প্রবেশনারি অফিসার পদে ২০০০ জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল এই মাসের শুরুর দিকেই। গত ৭ সেপ্টেম্বর থেকেই সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই 💖শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করা যাবে বলে জানানোহয়েছিল তখন। তবে সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এসবিআই জানিয়ে দিল, শূন্যপদে নিয়োগের জন্য আরও কিছুটা সময় বাড়ানো হল। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ অক্টোবর পর্যন্ত এসবিআই পিও-র ২০০০ শূন্যপদের জন্য আবেদন করা যাবে। এসবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফর্ম ডাউনলোড করা যেতে পারে।
এসবিআই পিও পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে চলতি বছরের নভেম্বর মাসে। আবেদনের জন্য জেনারেল♔, আর্থি কভাবে দুর্বল শ্রেণি, ওবিসি প্রার্থীদের ফর্মের দাম বাবদ দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি জাবি, তফশিলি উপজাতি, পিডাব্লিউবিডি প্রার্থীদের জন্য ফর্ম বিনামূল্যে দেওয়া হবে। এদিকে একবার আবেদন পত্রের ফি জমা দিলে সেই🐎 টাকা আর ফেরতযোগ্য নয়। আর ফর্মের মূল্য না মেটানো পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে না।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন প্রাপ্ত যেকোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে চাকরিপ্রার্থীদের। এদিকে স্নাতকের শেষ বর্ষে থাকা পড়ুয়ারাও আবেদন জানাতে পারবেন। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তাদের স্নাতক হতে হবে এবং চাকরি পেয়ে গেলে প্রমাণপত্র পেশ করতে হবে। এই পদে আবেদনের বয়সসীমা ২১ থেকে ৩০ বছর পর্যন্ত। এই পদে নিয়োগে প্রথমে হবে 💦প্রিলিমিনারি পরীক্ষা। সেখানে যাঁরা পাশ করবেন, তাঁরা পাবেন মেইনসে সুযোগ। এরপর হবে সাইক্রোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ, তারপর ইন্টারভিউ।
কীভাবে এই পদের জন্য আবেদন করতে রেজিস্ট্রেশন করবেন দেখে নিন -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের কেরিয়ার পোর্টালে যেতে হবে। sbi.co.in/web/careers -এ গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী চাকরিপ্রার্থীরা। এরপর JOIN SBI বিকল্পটি বেছে নিতে হবে এবং তারপর কারেন্ট ওপেনিং বোতামে ক্লিক করতে হবে আবেদনকারীদের। এরপর নতুন একটি পেজ খুলে গেলে সেখানে RECRUITMENT OF PROBATIONARY OFFICERS-এর লিঙ্ক পাওয়া যাবে। সেখানে ক্লিক করতে হবে। এরপর ক্লিক করতে হবে 'অ্যাপ্লাই অনলাইন' অপশনে। নতুন একটি পেজ খুলে গেলে সেখানে রেজিস্টার করতে হবে চাকরিপ্রার্থীদের। এরপর আপনি নিজের লগ-ইন ক্রেডেন্সিয়াল পাবেন। এবার লগ-ইন করে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚঅ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে অনলাইনেই। টাকা জমা দেওয়ার আগে ভালোভাবে ফর্ম দেখে নেবেন এবং নিজের সুবিধার জন্য সেই পেজের একটা প্রিন্ট আউট রেখে দিতে পারেন।