প্রকাশিত হল বিহারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার পাশের হার ৭৯.৮৮ শতাংশ। প্রথম তিনটি স্থানে মোট চারজন আছেন। তাঁদের মধ্যে তিনজনই মেয়ে। প্রথম হয়েছেন রামায়ণী রায় (৪৮৭ নম্বর)। এক নম্বর কম পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন সানিয়া কুমারী এবং বিবেক কুমার ঠাকুর। তৃতীয় হয়েছেন প্রজ্ঞা কুমারী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৫।কীভাবে বিহারের মাধ্যমিকের ফলাফল (BSEB Bihar Board Matric Result 2022) দেখবেন?১) biharboardonline.com-তে যান।২) Annual Secondary Examination Result-র লিঙ্কে ক্লিক করুন।৩) রোল নম্বর এবং রোল কোড দিন। ক্যাপচা দিয়ে ‘View’ বাটনে ক্লিক করুন।৪) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। তা ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে দিন।বিহারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Bihar Board 10th Result 2022) সংক্রান্ত তথ্য দেখে নিন:১) বিহারের মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান আনন্দ কিশোর জানান, এবার মোট ১৬,১১,০৯৯ জন পরীক্ষায় বসেছিলেন। ১২,৮৬,৯৭১ জন পাশ করেছেন। যা শতাংশের বিচারে ৭৯.৮৮।২) প্রথম ডিভিশনে পাশ করেছেন ৪২৪,৫৮৭। দ্বিতীয় ডিভিশনে ৫১০,৪১১ জন পাশ করেছেন। তৃতীয় ডিভিশনে পাশ করেছেন ৩৪৭,৬৩৭।৩) প্রথম তিনটি স্থানে মোট চারজন আছেন। তাঁদের মধ্যে তিনজনই মেয়ে।৪) প্রথম হয়েছেন রামায়ণী রায় (৪৮৭ নম্বর)। এক নম্বর কম পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন সানিয়া কুমারী এবং বিবেক কুমার ঠাকুর। তৃতীয় হয়েছেন প্রজ্ঞা কুমারী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৫।৫) চতুর্থ স্থান দখল করেছেন নির্জলা কুমারী (৪৮৪ নম্বর)। পঞ্চম স্থানে তিনজন আছেন - অনুরাগ কুমার, সুসেন কুমার এবং নিখিল কুমার। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৩।