গতকাল মে সেশনের সিএ পরীক্ষার ফল প্রকাশ করে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া। সেই পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন বর্ষা অরোরা। তিনি ৬০০-তে ৪৮০ নম্বর পেয়েছেন। অর্থাৎ, ৮০ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, ফাউন্ডেশন, ইন্টার এবং ফাইনালে এক চান্সেই উত্তীর্ণ হয়েছেন ২৫ বছর বয়সি বর্ষা। এর আগে ফাউন্ডেশন পরীক্ষায় তাঁর ব়্যাঙ্ক ছিল ২০। তিনি জানান, প্রাথমিক ভাবে তিনি ইউপিএসসি-র প্রস্তুতি নিতে চেয়েছিলেন। তবে বন্ধুদের কথায় তিনি সিএ করেন। তাঁর বন্ধুরাও সিএ-র প্রস্তুতি নিচ্ছিল। তাঁরা প্রাথমিক ভাবে তাঁকে ক্যারিয়ার নিয়ে ভাবতে অনেক সাহায্য করেছিলেন বলে দাবি করেন বর্ষা। এছাড়া বর্ষার বাবাও ফাইনান্স ব্যাকগ্রাউন্ডের। তাই তিনি সিএ-র দিকে ঝুঁকে পড়েন। (আরও পড়ুন: UGC NET পরীক্ষা বাতিলের 'দরকারই' ছিল না, CBI তদন্তে উঠেღ এল নয়া তথ্য)
আরও পড়ুন: ভারতীয়কে মহাকাশে পাঠাবে NASA, ISRO-রܫ নভোচরের সঙ্গে দেখা করতে মুখিয়ে সুনীতা
আরও পড়ুন: মোটা মুনাফার পর ডিভিডেন্ড ঘোষণা🍸, একদিনে ২৭৫ টাকা দাম বাড়ল TC🍌S-এর শেয়ারের
তিনি বলেন, 'ফাউন্ডেশনে তিনি কোনও কোচিং ক্লাস করেননি। পরে সিএ ফাইনালে আটটি বিষয়ের মধ্যে ৬টি বিষয়ের কোচিং নিয়েছিলাম। সেই কোচিং ক্লাস তিন ঘণ্টার হত। এরপর ৮ থেকে ১০ ঘণ্টা নিজে পড়াশোনা করতাম আমি। আর সিএ ফাইনালের আগে রোজ ১২ থেকে ১৪ ঘণ্টা করে পড়াশোনা করতাম।' তিনি বলেন, 'ক্রমেই মহিলা সিএ-র সংখ্যা বাড়ছে। আমি কর্পোরেটে যোগ দিতে চাই। ইন্ডাস্ট্রি এখন মহিলাদের সাগ্রহে গ্রহণ করছে।' (আরও পড়ুন: হাতে বন্দুক নিয়ে কৃষককে ভয় দেখাচ্ছেন🐭 IAS পূজা খেদকরের মা, ভাইরাল পুরনো ভিডিয়ো)
আরও পড়ুন: তড়তড়িয়ে লাফ🗹াচ্ছে শেয়ার বাজার, তবে মাথায়ꦜ হাত অপশন ট্রেডারদের, আপডেট দিল জেরোধা
এদিকে মে সেশনের সিএ ফাইনাল পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী পরীক্ষার্থী হলেন দিল্লির শিবম মিশ্র। তিনি ৬০০-তে ৫০০ পেয়েছেন। তৃতীয় স্থানে যুগ্মভাবে আছেন কিরণ রাজেন্দ্র সিং মনরাল এবং ঘিলমন সেলিম আনসারি। আর মে সেশনে সিএ ইন্টারে শীর্ষস্থানে আছেন কুশাগ্র রায়। তিনি ৬০০-তে ৬৮৩ নম্বর পেয়েছেন। (আরও পড়ুন: 'টাকা নিয়ে চলে গিয়েছে', বিধবা স্🎃মৃতিকে নিয়ে বিস্ফোরক শহিদ অংশুমানের বাবা-মা)
আরও পড়ুন: কোষাগারে টাকার টান,♓ তাও আরও এক দফায় এই রাজ্যের কর্মীদের ডিএ বাড়াল সরকার
উল্লেখ্য, এই বছর, গ্রুপ ১-এর জন্য আইসিএআই সিএ ইন্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মে মসের ৩, ৫ এবং ৯ তারিখে। এবং গ্রুপ ২ পরীক্ষা হয়েছিল মে মাসের ১১, ১৫ এবং ১৭ তারিখে। সিএ ফাইনাল গ্রুপ ১ পরীক্ষা হয়েছিল মে মাসের ২, ৪ এবং ৮ তারিখে। এবং গ্রুপ ২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মে মাসের ১০, ১৪ এবং ১৬ তারিখে। এদিকে ২০২৪ সালের ইন্টারন্যাশনাল ট্যা♌ক্সেশন-অ্যাসেসমেন্ট টেস্ট অনুষ্ঠিত হয়েছিল মে মাসের ১৪ ও ১৬ তারিখে। এই সমস্ত পরীক্ষা সারা দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।