🌺 প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্ম পরীক্ষার অ্যাডমিট কার্ড। পড়ুয়ারা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট বা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্ম পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে (How to download CBSE Class 10 and 12th Term 2 Admit Card)?
ꦍ১) সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট বা -তে যান।
২) হোমপেজে 'e-PAREEKSHA' ট্যাবে ক্লিক করুন।
♋৩) নয়া একটি পেজ খুলে যাবে। 'Admit Card/Centre Material for Examination 2021-2022'-তে ক্লিক করুন।
৪) ইউজার আইডি, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিন।
🦄৫) CBSE Class 10 and 12th Term 2 Admit Card-র লিঙ্কে ক্লিক করুন।
🌠৬) অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট রেখে দিন।
সিবিএসই দশম শ্রেণির দ্বিতীয় টার্ম পরীক্ষা কবে?
🌼আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা🅰। কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, ২৬ এপ্রিল থেকে দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৪ মে পর্যন্ত। সব পরীক্ষা সকাল ১০ টা ৩০ মিনিট শুরু হবে। কয়েকটি বিষয়ের পরীক্ষা চলবে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত। কয়েকটি বিষয়ের পরীক্ষা বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
সিবিএসই দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্ম পরীক্ষা কবে?
ꦚ২৬ এপ্রিল থেকে শুরু হবে সিবিএসইয়ের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা🎃। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে জানানো হয়েছে, পুরো পরীক্ষা মিটবে আগামী ১৫ জুন।