Central Govt Jobs: অসংখ্য পদে ২,০৬৫ জনকে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার, কীভাবে আবেদন? কবে পরীক্ষা হবে?
1 মিনিটে পড়ুন Updated: 13 May 2022, 05:02 PM IST- -তে গিয়ে আবেদন করতে পারবেন। -তে যান।
২) তারপর রেজিস্টার করে লগইন করুন।
৩) তারপর নিজের প্রয়োজনীয় নথি দিন। আপলো🍎ড করুন প্রয়োজনীয় নথি।
৪) আবেদন ফি জমা দিন।
ﷺ ৫) ফর্ম সাবমিট করে প্রিন্ট-আউট করে নিন। তা ভবিষ্যতের জন্য রেখে দিন।
আবেদনের ডিরেক্ট লিঙ্ক -
গুরুত্বপূর্ণ তারিখ
১) অনলাইনে আবেদন শুরু: ১২ মে।
২) কতদিন অনলাইন♉ে আবেদন চলবে? আগামী ১৩ জুন রাত ১১ টা পর্যন্ত অনলাইনে আবেদন গৃহীত হবে।
৩) অনলাইনে ফি দেওয়ার শেষদিন? আগামী ১৫ জুন রাত পর্যন্ত অনলাইনে ফি জমা দেওয়া যাব🎃ে।
৪) ব্যাঙ্কের চালান জেনারেট করার (অফলাইনে ফি জমা দেওয়া) শেষদিন? 💧আগামী ১৬ জুন রাত ১১ টা পর্যন্ত🍬 চালান জেনারেট করা যাবে।
৫) চালানের মাধ্যমে কখন আবেদন ফি জমা দেওয়া যাবে? 🌸আগামী ১৮ জুন পর্যন𒁏্ত ফি জমা দিতে পারবেন প্রার্থীরা (ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে চালান জমা দিতে হবে)।
৬) অনলাইন পেমেন্ট-সহ অনলাই༺নে জমা দেওয়া আবেদন সংশোধনের সময়: ২০ জুন থেকে ২৪ জুন (রাত ১১ টা 🙈পর্যন্ত)।
৭) কম্পিউটার বেসড 🧜পর🐷ীক্ষার সময়: ২০২২ সালের অগস্ট (সম্ভাব্য)।
(কোথায় শূন্যপদ আছে, কোথায় চাকরির আবেদন নিচ্ছে? ক্লিক করুন এখানে। জেনে যাবেন সব তথ্য)
আবেদন ফি:
১০০ টাকা দিতে হবে। অনলাইনে Bhim UPI, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন প্রার্থীরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শাখায়⭕ অফলাইনে চালানের মাধ্যমে ফি জমা দেওযা যাবে। তবে মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও উপজাতি প্রার্থী, বিশেষভাবে সক্ষম প্রার্থী এবং এক্স সার্ভিসম্যানদ🌠ের আবেদন ফি দিতে হবে না।