মাধ্যমিক পরীক্ষায় বসতে নবম শ্রেণিতেই মধ্যশিক্ষা পর্ষদে রেজিস্ট্রেশন করাতে হয় পড়ুয়াদের। প্রতিবছরই সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। তবে সময়ে সেই কাজ না হওয়ায় এবছর রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই বর্ধিত সময়ে জরিমানা ভরে রেজিস্ট্রেশন করার অনুমতি দেওয়া হয়েছিল। অবশ্য এবার কড়া হচ্ছে পর্ষদ। বছর শেষে এক নির্দেশিকা জারি করে পর্ষদ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্য পর্ষদকে রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। সব স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের এই মর্মে চিঠি পাঠিয়ে পর্ষদ জানিয়েছে, রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য স্ট্যাম্প পেপারে লিখে তাঁদের পর্ষদকে দিতে হবে। আর তা না করা হলে ওই স্কুলের পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার সময় অসুবিধা হতে পারে। (আরও পড়ুন: জয়েন্টে বসার ক্ষেত্রে বড় পরিবর্তন, উচ্চমাধ্যমিকে আর বাধ্যতামূল💎ক নয় এই বিষয়টি...)