অনলাইনেই পরীক্ষা হচ্ছিল। কিন্তু এবার আচমকা ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হয়েছিল। আর ফের সেই অনলাইনেই পরীক্ষা নেওয়ার ঘোষণা করা হতেই সেই বিষয়টি নিয়ে নিজেদের ঢাক পেটাতে ছাড়লেন না কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে💖র রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সাফল্য তুলে ধ🧸রার চেষ্টা করেছেন, তা শুক্রবার রাতে জারি করা হয়। তাতে ইউজিসি-নেট, 'জয়েন্ট সেন্ট্রাল সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ - ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিটি টেস্ট' (CSIR UGC NET) এবং 'ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট' (NCET) পরীক্ষার নয়া নির্ঘণ্ট ঘোষণা করেছে এনটিএ। তাতে জানানো হয় যে তিনটি পরীক্ষাই অনলাইনে হবে।
এমনিতে কম্প🥂িউটার মোডেই CSIR UGC NET এবং NCET পরীক্ষা হওয়ার কথা ছিল। নয়া যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতেও কম্পিউটার মোডেই হবে দুটি পরীক্ষা। একইভাবে ‘পেন অ্যান্ড পেপার’ মোডের পরিবর্তে ‘কম্পিউটার বেসড টেস্ট’ হিসেবে নেট নেওয়া হবে। তবে গত ১৮ জুন যখন নেট পরীক্ষা হয়েছিল, তা ‘পেন অ্যান্ড পেপার’ মোডে হয়েছিল। অর্থাৎ ওএমআর শিটে পরীক্ষা দিয়েছিলেন প্রার্থীরা। এবার সেটা পরিবর্তন করা হয়েছে।
যদিও এই প্রথমবার অনলাইনে হবে না নেট পরীক্ষা। ২০২৩ সালের ডিসেম্♉বর সেশনেও অনলাইনে নেট পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন𓄧্তু ২০২৪ সালের জুন সেশনের পরীক্ষায় অনলাইন থেকে অফলাইন মোডে নিয়ে আসা হয়েছিল নেট পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের জেরে জুন সেশনের নেট বাতিল হওয়ার পরে আর ওএমআর শিটে পরীক্ষা করানোর পথে হাঁটেনি এনটিএ।
আর তারপর সেই বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'ছাত্রছাত্রীদের কল্যাণের উপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এনটিএয়ের নেওয়া পরীক্ষার নয়া ক্যালেন্ডার প🐎্রকাশ করা হয়েছে। পেন এবং পেপার মোডের পরিবর্তে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। যে প্রার্থীরা ওই পরীক্ষাগুলি দেবেন, তাঁদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সাফল্যই হল ভারতের সাফল্য।'
কবে কোন পরীক্ষা হবে?
১) NCET: আগামী ১০ জুলাই পরীক্ষা হবে।
🍰 ২) CSIR UGC NET: আগামী ২৫ জুলাই থেকে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পরীক্ষা 💝হবে।
৩) UGC-NET: আগামী ২১ অগস্ট থেকে আগামী ৪ সে𓃲প্টেম্বরের মধ্যে পরীক্ষা হবে।