🦂 দু'হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। চলতি মাস থেকেই শুরু হবে আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
🌳পূর্ব রেলওয়েতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল । হাওড়া, শিয়ালদহ, মালদহ, আসানসোল, কাঁচরাপাড়া, লিলুয়া, জামালপুর-সহ বিভিন্ন ডিভিশনে মোট শূন্যপদ সংখ্যা ২৭৯২।
🌳আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ১৩ মার্চ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৩০ মার্চ।
গুরুত্বপূর্ণ তারিখ :
🐲১) আবেদন শুরুর প্রক্রিয়া : ১৪ ফেব্রুয়ারি, ২০২০ (সকাল ১০টা)।
🧔২) আবেদনের শেষ তারিখ : ১৩ মার্চ, ২০২০। (সকাল সাড়ে ৬টা)।
শূন্যপদ :📖 ফিটার, ওয়েল্ডার, মেকানিকস (এমভি), মেকানিকস (ডিজেল), মেকানিক, ছুতোর, পেন্টার, কামার, লাইনম্যান (জেনেরাল), ওযারম্যান, ফ্রিজ অ্যান্ড এসি নেকানিক, ইলেকট্রিশিয়ান, মেকানিক মেশিন টুল মেন্টেনেন্স (এমএমটিএম)-সহ বিভিন্ন পদে নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা 𝔍: স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় (১০+২ পরীক্ষা ব্যবস্থার অধীনে) ৫০ শতাংশ নম্বর-সহ পাশ করতে হবে। পাশাপাশি NCVT/SCVT দ্বারা দেওয়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
🌼কয়েকটি পদের ন্যূনতম যোগ্যতামান অষ্টম শ্রেণী। এক্ষেত্রেও NCVT/SCVT দ্বারা দেওয়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। পদগুলি হল - ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক), শিট মেটাল ওয়ার্কার, লাইলম্যান, ওয়ারম্যান, ছুতোর, পেন্টার (জেনারেল)।
আবেদন ফি :🤪 ১০০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে। তবে SC/ST/PWBD/মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
কোথায় আবেদন জানাবেন?
🐠RRC/ER-এর অফিসিয়াল ওয়েবসাইটে (rrcer.com) গিয়ে নোটিশ বোর্ডে গিয়ে আবেদন জানাতে হবে।