Raghuram Rajan: 'আমি বিনিয়োগের পরামর্শ দিই না'- জাল ভিডিয়ো সম্পর্কে সতর্ক করলেন রঘুরাম রাজন
1 মিনিটে পড়ুন Updated: 27 Jun 2024, 07:14 PM ISTRaghuram Rajan: অপဣরাধ দমনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবশ্যই জানানো উচিত, বলে জানিয়েছেন রাজন।
Raghuram Rajan: অপဣরাধ দমনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবশ্যই জানানো উচিত, বলে জানিয়েছেন রাজন।
বিনিয়োগের কোনও পরামর্শ দেন না, তাও জাল ভিডিয়ো বানিয়ে গুজব ছড়াচ্ছেন প্রতারকরা। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর তথা প্রখ্যাত অর্থনীতিবিদও রঘুরাম রাজন এদিন মুখ খুলেছেন, তাঁকে নিয়ে তৈরি জাল ভিডিয়ো প্রসঙ্গে। বলেছেন তিনি জনসাধার🔥ণকে বিন𝔉িয়োগের পরামর্শ কখনওই দেন না এবং কখনও ব্যক্তিগত স্টক সম্বন্ধেও প্রচার করেননি।
তিনি লিঙ্কডইন-এ একটি পোস্টে বলেছেন, আমি জানি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এমন অনেক ভিডিয়ো রয়েছে, যেখানে দাবি করা 💦হয়েছে যে বিনিয়োগের বিষয়ে, বিশেষ করে ব্যক্তিগত স্টকগুলি সম্পর্কে আমি পরামর্শ দিয়ে থাকি। কিন্তু এগুলি জাল। এবং অপরাধ দমনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবশ্যই জানানো উচিত। আমি জনসাধারণকে বিনিয়োগের পরামর্শ দিই না এবং আমি কখনওই ব্যক্তিগত স্টক সম্পর্কেও প্রচার করিনি।
রঘুরাম রাজন এদিন সঠিক বিশ্লেষণ ছাড়াই নির্দিষ্ট স্টকগুলিতে বিনিয়োগে সম্ভাব্য ঝুঁকির কথা তুলে ধরেছিলেন।বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছিলেন যে বিনিয়োগকারীরা যাতে, কোথাও বিনিয়োগ করার আগে, পোর্টফোলিও ভালো করে যাচাই করে নেন। এছাড়াও, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে সাধারণত ব্যক্তিগত স্টক বা স্টক বিকল্পগুলি কেনার পরিবর্তে ব্যাঙ্ক আমা🎶নত, বন্ড এবং মিউচুয়াল ফান্ড এবং ইটিএফগুলির মাধ্যমে স্টকগুলির দিকে ঝোঁকা ভালো। আর তা না হলে, যে কোনও মুহূর্তেই, কপাল ভালো থাকলে ধনী হতে পারেন, আর নাহলে নিমেষেই খুব দরিদ্র হয়ে যাবেন।
আরও পড়ুন: (Tourism Course: বাংলাতেই পড়ানো হবে পর্যটনের কোর্স, ছ’সপ্তাহের কোর্স শেষে সার♛্টফিকেটও দꦑেবে এই বিশ্ববিদ্যালয়)
রাজন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২৩তম গভর্নর ছিলেন। বর্তমানে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল অফ বিজনেসের একজন বিশিষ্ট অধ্যাপক। এই সপ্তাহের শুরুর দিকে একটি সাক্ষাৎকারে, রঘুরাম রাজন বলেছিলেন যে ভারতের লক্ষ লক্ষ শিক্ষিত যুব✅কদের জন্য ভাল চাকরি তৈরি করতে, আগামী কয়েক দশকের মধ্যে ভারতীয় অর্থনীতিকে বার্ষিক প্রায় 🍌৯-১০ শতাংশ হারে বৃদ্ধি করতে হবে।
আরও পড়ুন: (পরীক্ষার হলে দেওয়া হবে স্যানিটারি ন্যাপকিন, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় উদꦑ্যোগী কেন্দ্র)
বলা বাহুল্য, ২৪ জুন লিঙ্কডইন-এ শেয়ার করার পর থেকে, রঘুরাম রাজনের পোস্টটি ১,৭০০ জনের বেশি ব্যবহারকারী পছন্দ করেছেন এবং অসংখ্য মন্তব্যও সংগ্রহ๊ করেছে পো🔴স্টটি।