নিয়োগ কমাচ্ছে আইটি সংস্থাগুলি। ব্রোকারেজ এবং রিসার্চ ফার্ম আনন্দ রথির রিপোর্ট𓄧 অনুসারে, চলতি অর্থবর্ষে কমবে নতুন কর্মী নিয়োগের সংখ্যা।
অন্যদিকে আগের তুলনায় Q2FY22 থেকে কর্মীদের কাজ প্রদানের (hand utilisaꩵtion) পরিমাণও হ্রাস পাচ্ছে। এর ফলে কর্মীদের উৎপাদনশীলতা কিছুটা হলেও প♑্রভাবিত হচ্ছে। বলা হয়েছে।
অথচ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই(Q1) নিয়োগ শীর্ষে ছিল। সাইয়েন্ট এবং ফার্স্টসোর্স সলিউশনের মতো ছোট কিছু ব্যতিক্রম বাদ দিলে প্রায় সমস্ত কোম্পানিরই FY22-এর শুরুতেই রেকর্ড হেডকাউন্টের পরিসংখ্যা মিলেছে। আরও পড়ুন : Office Spa𒁏ce Lease Boom in Kolkata: ‘আইটি বুম’-এর সাক্ষী কলকাতা? একবছরে অফিস স্পেসের চাহিদা বেড়েছে ৩৭০%
ব্রোকারেজ সংস্থার মতে, নেট কর্মী নিয়োগের সংখ্যা Q2-এ কিছুটা কমবে। কারিগরি সংস্থাগুলিতে ইতিমধ্যেই নিয়োগ কমার খবর মিলছে। বর্তমান পরিস্থিতিতে ক্রমবর্ধমান মুনাফা করার চাপের কারণে কর্মীদের বেতনের পিছনে বেশি খরচ করা কমাতে চাইছে তারা। ক্রমেই নতুন কর্মী নিয়োগ করে চলার বদলে, অ্যাট্রিশন রেট কমানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে সংস্থাগুলি। যদিও তাতে সুবিধা হচ্ছে না। বেশি বেতন, আরও ভাল প্রোজেক্টের আশায় হরদম চাকরি সুইচ করছেন আইটি কর্মীরা। আরও পড়ুন : Campus Hiring: ২০% ক্যাম্পাস ওহায়ারಌিং কমাতে পারে IT সংস্থাগুলি, পাশ করেই চাকরির স্বপ্নে ধাক্কা?