একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভ🍬াগ। ইতিমধ্যে শ𒁏ুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন : Railwa🦩y Job Openings: রেলে নিয়োগ, জেনে নিন 🥀বয়স, শিক্ষাগত যোগ্যতা, তারিখ
ডাক ব🐲িভাগের কর্নাটক সার্কেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চারটি পদে নিয়োগ হবে - পোস্টাল অ্যাকাউন্টস অফিসে জুনিয়র অ্যাকাউটেন্ট, পোস্ট অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে পোস্টাল অ্যাসিসট্যান্ট, রেলওয়ে মাল অফিসে সর্টিং অ্যাসিসট্যান্ট ও ডাকঘরে ꩵপোস্টম্যান।
আরও পড়ুন : Railways Job Offer: ৫৭০টি শিক্ষানবীশ প🧸দের জন্য অনলাইন আবেদন শু𒁏রু ১৫ ফেব্রুয়ারি
বয়স :
আরও পড়ুন : UPSC Civil Service 2020: শ🐭ুরু আবেদন প্রক্রিয়া, ডিরেক্ট লিঙ্ক দেখে নিন
এছাড়াও প্রতিটি ক্যাটাগরিতে বয়সের সর্বোচ্চ সীমায় বিশেষ পাঁচ বছর ছাড় পাবেন খেলাধূলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তবে সেক্ষেত্রে তাঁদের শিক্ষাগত যোগ্যতা-সহ অন্যান্য যোগ্যতায় উত্তীর্ণ হলে তবেই এই সুযোগ প♓াওয়া যাবে।
আরও পড়ুন : Central government Forces෴ recruitme🤪nt- ২০০০ শূন্যপদ, ৭০ হাজার অবধি মাইনে
শিক্ষাগত যোগ্যতা :
আবেদন প্রক্রিয়া :
১) karnatakapost.gov.in বা🅰 indiapost.gov.in.-এ যান।
২) 'Recruitment of meritorious sports persons in the ca🐠dre of Junior Accountant / Postal Assistant / Sorting Assistant & Postman in Karnataka Postal Circle' থেক🍷ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।
৩) ফর🧸্ম ফিল আপের পর বিভিন্ন শংসাপত্র অ্যাটেস্টটেড করে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন। রেজিস্ট্রাড পোস্ট♊ বা স্পিড পোস্টের মাধ্যমে তা পাঠাতে হবে।
৪) The Assistant Director ( R&E)
0/0 Chief Postmaster General
Karnataka Circle
Bengaluru-560001
🧔৪) খামের ౠউপর 'APPLICATION FOR RECRUITMENT TO THE POST OF JA/PA/SA/PM UNDER MERITORIOUS SPORTS PERSON QUOTA IN KARNATAKA CIRCLE' লিখুন।
ফি প্রদান :
আগꦐামী ২২ ফেব্রুয়ারির মধ্যে দেশের যে কোনও কম্পিউটারাইজড পোস্ট অফিসে টাকা জমা দিতে হবে। 'Direct Recruitment of Junior Accountant/Postal Assistant/Sorting Assistant/ Postman under Sports quota in Karnataka Circle'-এ টাকা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে চালান আছে।