আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতোকত্তর (NEET PG 2023) পরীক্ষা। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS) এই পরীক্ষা 𒁏পরিচালন করতে চলেছে। আজ থেকেই নিট পিজি-র রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা nbe.edu.in-এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেসের তরফে জানানো হয়েছে, আজ থেকে নিট পিজি-র রেজিস্ট্রেশন চালু হয়ে তা চল✨বে জানুয়ারির ২৭ তারিখ পর্যন্ত। এদিকে ফর্ম ফিলআপের সময় কোনও ভুল করে থাকলে তা শুধরে নেওয়ার সুযোগ মিলবে। ফর্মে ভুল শুধরোনো যাবে ১৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে ২৭ ফেব্রুয়ারি থেকে দেওয়া হবে পরীক্ষার অ্যাডমিট কার্ড। ৫ মার্চ পরীক্ষা হওয়ার পর আগামী ৩১ মার্চ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে স্নাতকোত্তরে শূন্য আসনে ভরতির রাউন্ড অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৯ জানুয়ারি। এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে অংশ নেওয়ার জন্য পড়ুয়াদের ৫০ হাজার টাকা করে ফি জমা দিতে হবে। উল্লেখ্য, বিভিন্ন রাউন্ডে কাউন্সেলিংয়ের পরেও এমডি, এমএস, ♔ডিপ্লোমা, পিজি ডিএনবি-র যে ২২৪৪টি আসন ও এমডিএস-এর ৬২টি আসন খালি রয়েছে। এই আসনগুলিতে ভরতি নিয়ে নির্দেশিকা জারি করেছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি। এই অতিরিক্ত রাউন্ডে অংশগ্রহণের জন্য পড়ুয়াদের ৫০,০০০ টাকা জমা রাখতে হবে, যা তাঁরা পরে ফেরত পেয়ে যাবেন। ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি বিকেল ৪টের মধ্যে এই টাকা জমা দিতে হবে। নিজেদের কলেজ ও কোর্স পছন্দ করা যাবে ৬ থেকে ৮ জানুয়ারি রাত ১১.৫৯-এর মধ্যে। যোগ্য প্রার্থীদের জন্য আসন বরাদ্দ করা হবে আগামী ৯ জানুয়ারি। ফল প্রকাশ করা হবে ১০ জানুয়ারি। নির্দিষ্ট কলেজে প্রার্থীদের উপস্থিত হতে হবে ১০ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে।