ব🐟র্ডার গাভাসকর সিরিজ শুরুর আগেই রবিচন্দ্রন অশ্বিনকে প্রশংসায় ভরাচ্ছেন অজি স্পিনার নাথান লিয়ঁ। অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে সচরাচর স্পিনাররা তেমন সুবিধা করে উঠতে পারেননা, সেখানেই অশ্বিন নিয়েছেন ১৯ টেস্টে ৩৯ উইকেট। অর্থাৎ গড়ে প্রত্যেক ইনিংসেই নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া দেশের মাটিতে অশ্বিনের পরিসংখ্যান নিয়ে তো কোনও কথা বলার জায়গাই নেই।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচ🌌ে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
দেখতে দেখতে দুই ক্রিকেটারই আন্তর্জাতিক টেস্টে কাটিয়ে ফেলেছেন ১ যুগ সময়। কখনও ভারতের বিপক্ষে জ্বলে উঠেছেন নাথান লিয়ঁ, আবার কখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠেছেন রবিচন্দ্রন অশ্বিন। এভাবে দেখতে দেখতে কেটে গেছে অনেকটা সময়। কেরিয়ারের পড়🎶ন্ত বিকেলে দুই ক্রিকেটারই এখন ৫০০ উইকেটের মালিক।
যেভাবে প্রত্যেক দেশে গিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে অশ্বিন মানিয়ে নেন,ꦛ তা বেশ পছন্দ নাথান লিয়ঁর। তিনি বলছেন, ‘অশ্বিন একজন অসাধারণ বোলার। আমি যেহেতু বারবার ওর মুখোমুখি হয়েছি, মাঠে এবং পরিসংখ্যানের নিরিখে, তাই সব সময়ই আমি ওর থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। ও খুব বুদ্ধিমান একজন বোলার, যে খুব তাড়াতাড়ি পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে, এক্ষেত্রে অন্যদেশের পরিবেশে মানিয়ে নেওয়ায় বোধহয় ও সেরা ’।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে নতুন অত🐬িথি! ৩ থেকে ৪ হলেন…
২০২০-২১ সালের সিরিজে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন অশ্বিন। তিনটি টেস্টে নিয়েছিলেন ১২ উইকেট। সেখানে চারটি টেস্ট খেলেও নাথান লিয়ঁ নিয়েছিলেন মাত্র ৯টি উইকেট। লিয়ঁ বলছেন, 'অশ্বিন জানে কখন ওর কোন শক্তির দিকটা ব্যবহার করতে হবেꦡ। আর সেটা কাজে লাগিয়ে ও দলের সাহায্য করে। গতবার সিরিজে ও দুরন্ত পারফরমেন্স করেছিল, তাই ওকে হ্যাটস অফ'।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন ღতারকার…
লিয়ঁ অনেকটা দার্শনিকের মতোই বলছেন, তিনি বিশ্বাস করেন প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা তোমার সেরা কোচ। সেই নিয়ে তিনি বলছেন, ‘ও আমায় অনেক কিছুই শিখিয়েছে। আমি ওর অনেক ভিডিয়ো দেখেছি ভারত যাওয়ার আগে, এখানে ভারতের আসার আগে। যদি কিছু শেখা যায়। আমি মনে করি আমি এমন কারোর মুখোমুখি হই নি যে ক্রিকেটকে জয় করে নিয়েছে। তবে অশ্বিনের ৫০০র বেশꦦি উইকেট রয়েছে। ওর থেকে অনেক কিছু শেখার রয়েছে। ওর নিজের কৃতিত্বেও গর্বিত হওয়া উচিত ’।