ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট। মাধ্যমিক পাশের যোগ্যতাতেই করা যাবে আবেদন। পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। আর সেই আবেদনের জন্য হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। ১৯ অগস্টই আবেদনের শেষ দিন।মোট শূন্যপদ :২,৩৫৭টি।শিক্ষাগত যোগ্যতা:রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ। এর পাশাপাশি দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা পড়তে হবে।আনুষাঙ্গিক:১) অন্তত ৬০ দিনের কোনও কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট। তবে ১০+২-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স পড়া থাকলে এর প্রয়োজন নেই।২) GDS পদে আবদেনকারীদের সাইকেল চালানো জানতে হবে।আবেদন প্রক্রিয়া:ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেজন করা যাবে। অনলাইনেই আবেদন প্রক্রিয়া।১) নিচের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন সারুন।২) 'Apply Online' ক্লিক করুন।৩) প্রয়োজনীয় নথি আপলোড করুন।৪) নিজের পছন্দের ডাকঘর নির্বাচন করুন।৫) আবেদনের পর অনলাইনে আবেদন ফি জমা দিন। অফলাইনেও ফি জমা দেওয়া যাবে।৬) অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করুন।ওয়েবসাইটের লিঙ্ক : ক্লিক করুন এইখানে।