একসঙ্গে দু'টি কোর্স পড়তে ༒গিয়ে যেন পড়ুয়াদের সমস্যা না হয়। বিশ্ববিদ্যালয়গুলিকে এই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিল UGC । গত বছর এপ্রিলে একসঙ্গে দু'টি অ্যাকাডেমিক প্রোগ্রামে ভর্তি হওয়ার বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়। এবার সেই নির্দেশিকা বাস্তবায়িত করার নির্দেশ দেওয়া হল বিশ্ব✤বিদ্যালয়গুলিকে।
কী বলেছে ইউজিসি? সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়েছে, 'সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এমন একটি পদ্ধতি তৈরি করার কথা বলা হয়েছিল, যার মাধ্যমে পড়ুয়ারা একইসঙ্গে দুটি কোর্স করতে পারেন। আবার সেই অনুরোধই করা হচ্ছে। এখনও পর্যন্ত এই কাজ না হয়ে থাকলে ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থে উল্লিখিত স্কিমটির বাস্তবায়ন যেন নিশ্চিত করা হয়।' আরও পড়ুন: অশনীরের নতুন কোম্পানিতে চাকরির🔴 সুযোগ! ܫ৫ বছর থাকলেই পেতে পারেন ‘মার্সিডিজ’
গত বছর এপ্রিলের ঘোষণার পর অনেক পড়ুয়াই একসঙ্গে দু'টি কোর্স করতে যান। কিন🎃্তু সেই আবেদন করতে গিয়েই তাঁরা সমস্যায় পড়েন। তাঁদের অভিযোগ, দ্বিতীয় কোর্সে ভর্তি হতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাঁদের কাছে আগের কোর্স/প্রতিষ্ঠানের মাইগ্রেশন সার্টিফিকেট এবং স্কুল ছাড়ার শংসাপত্র চাইছিল। এদিকে সেই নথির অভাবে অনেকে পছন্দের নতুন কোর্সে ভর্তি হতে পারছিলেন না। সেই অভিযোগগুলির ভিত্তিতেই ফের নির্দেশিকা UGC-র।
জাতীয় শিক্ষা নীতি (NEP)
পড়ুয়াদের এই একইসঙ্গে দওুটি কোর্স করার সুযোগটি জাতীয় শিক্ষা নীতি(NEP) ২০২০-র অন্যতম বড় সুপারিশ ছিল। UGC সেই ভিত্তিতে জানিয়েছিল যে, যে কোনও ছাত্রছাত্রী চাইলেই তাঁদের আগ্রহের ভিত্তিতে দু'টি ভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন। নির্দেশিকাতে এটাও উল্লেখ করা হয়েছে যে,🦹 দু'টিই ডিগ্রি প্রোগ্রাম হতে পারে। আবার চাইলে কেউ একসঙ্গে একটি ডিগ্রি এবং একটি ডিপ্লোমাও করতে পারেন।
শুধু তাই নয়, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে যৌথ এবং ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম চালু করারও প্রচেষ্টা চালাচ্ছে UGC । নয়া নিয়ম অনুসা🔴রে, পড়ুয়ারা ভারতীয় এবং বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে একইসঙ্গে(বা আলাদা করেও) পড়াশোনা করতে পারবেন।
বর্তমানে, প্রায় ৫০টি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভারতের সঙ্গে এই যৌথ প্রোগ্রামে সহযোগিতা করছে। এর জন্য ৬০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত এবং মিশনের প্রধানদের সঙ্গে যোগাযোগ করেছে UGC। মার্কিন যুক্তরাষ্ট্র, UK, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, সিঙ্গাপুর এবং অন্যান্য দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সভাও অনুষ্ঠিত হয়েছে। আরও পড়ুন: এবার ভারতেও ক্যাম্পাস খুলবে Oxford, Yale বিশ্ববিদ্যালয়? বড় পদকꦗ্ষেপ মোদী সরকারের