আগামী জুনের ইউজি✅সি-নেট পরীক্ষার বি༺জ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
আরও পড়ুন : U🅠PSC Civil꧃ Service 2020: শুরু আবেদন প্রক্রিয়া, ডিরেক্ট লিঙ্ক দেখে নিন
আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।𒉰 চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। আগামী ১৫ মে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। পরীক্ষা হবে ১৫ জুন। পরীক্ষার ২০ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হবে। তথা ৫ জুলাই প্রকাশিত হবে ফলাফল। প্রার্থীরা এনটি꧑এয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (nta.ac.in বা ntanet.nic.in.) গিয়ে রেজিস্টার করতে পারবেন।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax Rate with deductions- E-Calculator ব্যবহার করে দেখু✃ন
'অ্যাসিসট্যান্ট প্রফেসর' ও 'জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড অ্যাসিসট্যান্ট প্রফেসর📖'-এর জন্য ইউজিসি-নেট পরীক্ষা নেয় এনটিএ। পরীক্ষায় দুটি পেপার থাকে। তিন ঘণ্টায় দুটি পেপারের পরীক্ষা হয়। প্র🅺থম পেপারে ৫০ টি প্রশ্ন থাকে। মোট নম্বর ১০০। দ্বিতীয় পেপারে ১০০টি প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নে দু'নম্বর থাকে।
আরও পড়ুন : New 💦Tax Rate🍸 vs Old Tax Rate with Deductions- চাকুরিজীবীদের জন্য বিশেষ ব্যবস্থা