উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশিত হল। কলকাতা হাইকোর্টের সবুজ সংকেতের পরে চতুর্থীর সন্ধ্যায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, দুর্গাপুজো এবং কোজাগরী 𝄹লক্ষ্মীপুজোর পর আগামী ৬ নভেম্বর থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। কালীপুজোর আগে পাঁচদিন কাউন্সেলিংয়ের আয়োজন করবে কমিশন। আবার ভাইফোঁটা, ছটপুজো কাটিয়ে আগামী ২২ নভেম্বর থেকে ফের কাউন্সেলিং শুরু হবে। আগামী ২ ডিস༒েম্বর পর্যন্ত কাউন্সেলিং চলবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
কোথায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে?
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন🎃্সেলিং হবে। ঠিকানা হল - পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিস, দ্বিতীয় ক্যাম্পাস, ব্লক ডিকে-৭/২, সেক্টর ২, সল্টলেক, কলকাতা ৭০০০৯১ (West Bengal Central School Service Commission Office, 2nd Campus Block: DK-7/2. Sector-II. Salt Lake, Kolkata-700091)।
আরও পড়ুন: পুজো মিটলেই প্রাথমিকে ৫৮০০♚০ শূন্যপদের প্যানেল প্রকাশের ꦓনির্দেশ কলকাতা হাইকোর্টের
উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের রিপোর্টিং টাইম কখন?
কমিশনের তরফে জানানো হয়েছ🌸ে, ৬ নভেম্বর, ৭ নভেম্বর, ৮ নভেম্বর, ৯ নভেম্বর, ১০ নভেম্বর, ২২ নভেম্বর, ২৩ নভেম্বর, ২৪ নভেম্বর, ২৫ নভেম্বর, ২৮ নভেম্বর, ২৯ নভেম্বর, ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর এবং ২ ডিসেম্বর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে। আর রোজই রিপোর্টিং টাইম হল সকাল ন'টায়। তবে কমিশনের তরফে জানানো হয়েছে যে পরবর্তীতে কাউন্সেলিংয়ের দিনক্ষণ এবং সময় পালটানো হতে পারে।
কবে কোন প্রার্থীদের কাউন্সেলিং হবে?
উচ্চ প্রাথমিকে কোন বিষয়ের কাউন্সেলিং কবে, তা কীভাবে দেখবেন?
১) পশ🍸্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (West Bengal School Service Commission) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) হোমপেজে ‘Notice for 1st phase counseling of candidates of 1ST SLST, 2016 for recruitment of Assistant Teachers (Up🍌per Primary) in State Govt. aided/sponsored Schools (Except Hill Region)’ আছে।෴ সেটার ঠিক নীচেই ‘Click here to view the Notice’ দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।
৩) একটি পিডিএফ খুলে যাবে। সেখানেই উচ্চ প্রাথমিকে কোন বিষয়ের কাউন্সেলিং কবে, তা দেখে 🔯নিন।