পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দফতরে ইন্সপেক্টর অফ লিগ্যাল মেটরোলজি পদে চলছে নিয়োগ। তবে হাতে পড়ে আর মাত্র🧔 কয়েকদিন।🦹 আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।
আরও পড়ুন : West Bengജal Govt Teacher Recruitment: শিক্ষক নিয়োগে আমূল পরিবর্তন SSC-র, দ🐟েখে নিন নয়া নিয়মগুলি
শূন্যপদ : ১৭ (OBC-A : ২, SC - ৪, OBC- B : ১, ST : ১ ও PWD ✨: ১)
শিক্ষাগত যোগ্যতা : যে ক🐼োনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স (যে কোনও একটি পেপার ফিজি🌞ক্স হতে হবে), টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক হতে হবে।
বা
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। সঙ্গে যে ꧒বিষয়ে ইঞ্জিনিয়ারিং করেছেন প্রার্থী, সেই ক্ষেত্রে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বা লিগ্যাল মেটরোলজিতে ডিপ্🎉লোমা থাকতে হবে।
আরও পড়ুন : রাজ্যে ৭ হাজারের বেশি শ𓂃ূন্যপদে নিয়োগের সুযোগ🌜, চালু অনলাইন রেজিস্ট্রেশন
ভাষা : প্রার্থীকে বাংলায় কথা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। যে প্রার্থীদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে নেপালিতে কথা বলতে, পড🐭়তে ও লিখতে জানতে হবে।
বয়স : ০১.০১.২০২০ অনুযায়ী ৩৬ বছরের বেশি নয়।
আবেদন ফি : ১৬০ টাকা। ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে ফি জমা দিলে পরিষেবাবাবদ এক শতাংশ টাকা দিতে হবে। তা কমপক্ষে পাঁচ টাকা হবে। সঙ্গে সেই পরিষেবাব𒐪দ ফি-এর উপর ১৮ শতাংস জিএসটি যোগ হবে। নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একই চার্জ লাগবে। অফলাইনে টাকা জমা দিলে ২০ টাকা সার্ভিস চার্জ লাগবে।
আরও পড়ুন : পার্শ্বশ🐬িক্ষকদের জন্য ভালো খবর, SSC-তেꦓ ৫৫ বছর বয়স পর্যন্ত করা যাবে আবেদন
পশ্চিমবঙ্গের SC/ST/বিশেষভাবে সক্ষম (৪০ শতাংশ বা 🐲তার বেশি) প্🅘রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইনে আবেদন💯 জানানোর শেষ তারিখ : ১১ মার্চ, ২০২✅০।
ফি দেওয়ার শেষ তারিখ : ১১ মার্চ ২০২০।
চালানের মাধ্যমে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (ইউবিআই) শাখায় টাকা জমার শেষ তা✅꧅রিখ : ১২ মার্চ, ২০২০।