একদিকে যখন আইপিএল নিলামে বিধ্বংসী মেজাজের ক্রিকেটারদের নিয়ে টানাটানি চলছে ফ্র্যাঞ্চাইজিদের, ঠিক তখনই বিশ্বের অন্য এক প্রান্তে লজ্জাজনক এক টি-২০ রেকর্ডের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। এক্ষেত্রে এমন এক হতাশাজনক বিশ্বরেকর্ড গড়ল আইভরি কোস্ট, যা ভুꦓলতে চাইলেও ভোলা মুশকিল। এক্ষেত্রে মঙ্গোলিয়া ও আইল ইফ ম্যানের শাপমুক্তি ঘটে বলা যায়।
রবিবার আইপিএল নিলামের প্রথম দিনে ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম রানে অল-আউট হওয়ার লজ🐻্জাজনক বিশ্বরেকর্ড গড়ে আইভরি কোস্ট। নাইজেরিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সাব রিজিওনাল কোয়ালিফায়ারে মাত্র ৭ রানে অল-আউট হয়ে যায় আইভরি কোস্ট।
এর আগে ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম রানে অল-আউট হওয়ার যুগ্ম রেকর্ড ছিল মঙ্গোলিয়া ও আইল অফ ম্যানের। ২০২৪ সালে সিঙ্গাপুরের বিরুদ্ধে মাত্র ১০ রানে অল-আউট হয় মঙ্গেলিয়া। ২০২৩ সালে স্পেনের 🌌বিরুদ্ধে ১০ রানে অল-আউট হয় আইল অফ ম্যান। এবার𒐪 ৭ রানে অল-আউট হয়ে সেই রেকর্ড ভেঙে দেয় আইভরি কোস্ট।
ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম রানের দলগত ইনিংস
১. আইভরি কোস্ট- ৭ রান (বনাম নাইজেরিয়া, ২০২৪)।২. মঙ্গোলিয়া- ১০ রান (বনাম সিঙ্গাপুর, ২০২৪)।৩. আইল অফ ম্যান- ১০ রান (বনাম স্পেন, ২০২৩)।৪. মঙ্গোলিয়া- ১২ রান (বনাম জাপান, ২০২৪)।৫. মঙ্গেলিয়া- ১৭ রান (বনাম হংকং, ২০২৪)।
উল্লেখ্য, 😼শুধু ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, বরং ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ছেলেদের কোনও টি-২০ ম্য়াচে সব থেকে কম রানে অল-আউট হওয়ার বিশ্বরেকর্ড গড়ে আইভরি কোস্ট।
নাইজেরিয়া বনাম আইভরি কোস্ট ম্যাচের ফলাফল
আবুজ💙ায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নাইজেরিয়া। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৭১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ৫৩ বলে ১১২ রান করেন সেলিম সালাউ। তিনি ১৩টি চার ও ২টি ছক্কা মারেন। ২৩ বলে ৬৫ রান করেন আইজ্🌞যাক ওকপে। তিনি ৩টি চার ও ৬টি ছক্কা মারেন।