বৃহস্পতিবার IPL ফ্র্যাঞ্চাইজিগুলোর তরফে রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় চমক রয়েছে একাধিক। তার মধ্যে উল্লেখযোগ্য দিল্লি ক্যাপিটালসের (DC) অভিষেক পোড়েলকে রেখে দেওয়ার সিদ্ধান্ত। রিটেনশনের তালিকায় একমাত্র বাঙালি ক্রিকেটার অভিষেকই। DC তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে ৪ কোটি টাকার বিনিময় রিটেন করেছে। গত মরশুমে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে কিছু অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। রঞ্জি এবং দলীপ ট্রফিতেও তাঁর পরিসংখ্যান যথেষ্ট চোখে পড়ার মতো। বর্তমানে তিনি ভারত এ দলের সঙ্গে অস্🥀ট্রেলিয়া সফরে রয়েছেন।
তবে লড়াইটা তাঁর কাছে মোটেও সহজ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে আজ তিনি সাফল্যের মুখোমুখি হয়েছেন। সম্প্রতি সংবাদ প্রতিদিনকে দেওয়া এ𒊎ক সাক্ষাৎকারে অভিষেক জানান, ‘একটা সময় ছিল যখন ভোররাতে উঠে আমায় লোকাল ট্রেন ধরতে হত কলকাতায় যাওয়ার জন্য। লাগাতার পিঠে ভারী ব্যাগ নিয়ে পরিশ্রম। তবে এটা ঠিক আমার বাবা-মা সহ গোটা পরিবার পাশে ছিল। তাঁরা একটাই কথা বলতেন, ক্রিকেটটা মন দিয়ে খেল। কোথাও গিয়ে পড়াশোনার থেকেও বেশি গুরুত্ব পেয়েছে ক্রিকেট। এই জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমার ঠাকুরদা প্রয়াত তুলসী পোড়েলের কথা বলব। তাঁর ইচ্ছা ছিল আমাকে ভালো খেলতে দেখার। ꦉতাঁর প্রত্যাশা পূরণ করে যেতে চাই।’
বাংলা থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকই রিটেন হয়েছেন। এবিষয়ে তিনি বলেন, ‘আমি খুবই খুশি, নিজেও চাইছিলাম দিল্লি ক্যাপিটালসে থাকতে। গত মরশুমে সৌরভ গাঙ্গুলি স্যারের থেকে প্রচুর সাহায্য পেয়েছিলাম। ম্যানেজমেন্টও আমার পাশে ছিল। ⛦তাদের বিশ্বাসের জায়গাটা মাঠে প্রমাণ করেছি। ফলে এবছরও সুযোগটা ছাড়তে চাইনি। আশা করি আসন্ন মরশুমে প্রমাণ করতে পারব কেন আমাকে রিটেন করল তারা।’
DC-র তরফে তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্তকে রিটেন করা হয়নি। মেগা অকশনে কী হবে তা এখন বলা সম্ভব নয়। তাহলে IPL ২০২৫-এ বাড়তি দায়িত্ব পড়বে অভিষেক পোড়েলের উপর? এই বিষয়ে তিনি বলেন, ‘দায়িত্ব এবারও ছিল। আমি শুধু আমার কাজটা করে💜 যেতে চেয়েছি। দল থেকে যেটা করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেটাই করেছি। আমার একমাত্র ভাবনা, নিজ﷽ে কীভাবে খেলব।’
IPL ২০২৫-এ দিল্লি ক্যাপিটালসে থাকবেন না সৌরভ গাঙ্গুলি। সম্পূর্ণ নতুন ম্যানেজমেন্ট। সৌরভের না থাকা কী কোনও প্রভাব ফেলবে দলে? অভিষেক বলেন, ‘সৌরভ স্যারের অনেক সাহায্য পেয়েছি। দলে না থাকলেও তাঁর পরামর্শ নিয়ে এগোব। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করি। যখন🧜 দরকার হয় তাঁর সাহায্য পাই।’ নিজের আগামী দিনের লক্ষ্য সম্পর্কে পোড়েল বলেন, ‘পারফর্ম করে যেতে চাই। বাকিটা আমার হাতে নেই। আমার কাজ যেটা, সেটা করে যাব। অস্ট্রেলিয়া সফরের পর পরপর টানা ম্যাচ রয়েছে। IPL অনেক দূরে। সেটা নিয়ে এখনও কিছু ভাবিনি।’