ভারতীয় ক্রিকেটের জন্য ফের ভালো খবর। চোট সারিয়ে মাঠে ফিরেছেন শার্দুল ঠাকুর। ১২ জুন লন্ডনে গোড়ালির চোটের কারণে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এবার সম্পূর্ণ সুস্থ হয়ে ꦇপ্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে দেখা গেল তাঁকে। যদিও এই খবর 🍷শুধু ভারতের জন্য নয়, মুম্বই দলের জন্যও ইরানি কাপের আগে ভালো খবর। আগামী ১-৫ অক্টোবর ইরানি কাপের ম্যাচ রয়েছে মুম্বইয়ের। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দীর্ঘদিন পর ইরানি কাপ খেলবে মুম্বই, প্রতিপক্ষ রেস্ট অফ ইন্ডিয়া। তাই তার আগে শার্দুলের সুস্থ হয়ে ওঠা বাড়তি পাওনা।
সপ্তাহের শেষে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ও কর্ণাটক স্টেস্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি একাদশ। রবিবার ডঃ কে থিম♏্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দু’দল। শার্দুল ঠাকুর সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তবে সেই ভাবে নিজের প্রভাব দেখাতে পারেননি তিনি। ব্যাট হাতে ২ বল খেলে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শার্দুল। বল হাতেও কোনও উইকেট পাননি তিনি। মোট ৮ ওভার বল করে ২৯ রান দিয়েছিলেন শার্দুল। প্রথমে ব্যাটিং করে ১ উইকেটে ২৪৪ রান করে কর্ণাটক স্টেস্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি একাদশ।
শার্দুল ঠাকুর ১৮ মে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। এরপর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। মূলত গোড়ালির চোটের কারণে ছিটকে যান ক্রিকেট মাঠ থেকে। লন্ডনে সম্পন্ন হয় অস্ত্রোপচার। তারপর দীর্ঘ ৪ মাসের মতো বিশ্রামে ছিলেন তিনি। এই চোটের কারণে চলতি দলীপ ট্রফির দলে জায়গা ཧপাননি শার্দুল। ভারতের সামনে বিশাল ক্রীড়াসূচি রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে কিছুদিন পর শুরু হবে টেস্ট ম্যাচ। তাই দলে ফের একবার নিজের জায়গা পেতে চাইবেন শার্দুল ঠাকুর। তবে লড়াইটা যে বেশ কঠিন হবে তা বলার থাকে না। ইতিমধ্যেই ভারতের কাছে একাধিক পেসার ও অলরাউন্ডার রয়েছে। দলীপ ট্রফিতে নজর কেড়েছেন প্রচুর তরুণ ক্রিকেটাররাও। তাই শার্দুলকে যে নিজের যোগ্যতা প্রমাণ করে এবং সেরাটা দিয়ে দলে জায়গা করে নিতে হবে সেই বিষয়ে সন্দেহ নেই।