ফাইনালের আগে পর্যন্ত গ্রুপ লিগ ও নক-আউট মিলিয়ে চলতি রঞ্জি ট্রফির ৭টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ১৩৪ রান সংগ্রহ করেন অজিঙ্কা রাহানে। একবার মাত্র ব্যক্তไিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকাতে সক্ষম হন তিনি। এমনকি বিদর্ভের বওিরুদ্ধে রঞ্জি ফাইনালের প্রথম ইনিংসেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন রাহানে।
রঞ্জি ফাইনালের প্রথম ইনিংসে রাহা🧸নে ৩৫ বলে ৭ রানের নড়বড়ে ইনিংস খেলে আউট হন। তবে ওস্তাদের মার যে শেষ রাতে, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন টিম ই𝓀ন্ডিয়ার হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ান ডে ও ২০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা অভিজ্ঞ তারকা। এবারের রঞ্জি ট্রফিতে নিজের সেরা পারফর্ম্যান্স তিনি তুলে রেখেছিলেন ফাইনালের শেষ ইনিংসের জন্য।
দরকারের সময় ব্যাট হাতে মুম্বইকে নির্ভরতা দিলেন রাহানে। বিদর♋্ভের বিরুদ্ধে রঞ্জি ফাইনালের দ্বিতীয় ইনিংসে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন তিনি। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরা🍌নের গণ্ডি টপকানো অজিঙ্কা দ্বিতীয় দিনের শেষে নট-আউট থাকেন ১০৯ বলে ৫৮ রান করে। মুশির খানকে সঙ্গে নিয়ে রাহানে দ্বিতীয় ইনিংসে মুম্বইকে শক্ত ভিতে বসিয়ে দেন।
ক্যাপ্টেনের সঙ্গে জুটি বেঁধে ব্যক্তিগত হাফ-স𒆙েঞ্চুরির গণ্ডি টপকেছেন মুশির খানও। তিনি দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকেন ৫১ রানে। ১৩৫ বলের ইনি🙈ংসে মুশির ৩টি চার মারেন। প্রথম ইনিংসের নিরিখে ১১৯ রানের লিড নেওয়া মুম্বই দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে তুলেছে ২ উইকেটে ১৪১ রান। সুতরাং, এখনই তারা এগিয়ে রয়েছে ২৬০ রানে।
পৃথ্বী শ ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১১ রান করে আউট হন। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ১৮ রান করেন ভূপেন লালওয়ানি। বিদর্ভের যশ ঠাকুর ও হর্ষ দুবে ১টি করে উইক✱েট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে এখনও উইকেট পাননি উমেশ যাদব।